ছাত্র-শিক্ষকসহ সড়কে নিহত ৮
রূপান্তর ডেস্ক | ১৮ জুন, ২০১৯ ০০:০০
নওগাঁর মান্দায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক-ছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কামাল হোসেন (৪২) ও সুমন আলী (১২)। তারা সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মোটরসাইকেলে করে স্কুল থেকে সতীহাট বাজারে যাচ্ছিলেন খুদিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা কামাল ও সৈয়দপুর গ্রামের কাইয়ুমদ্দীনের ছেলে সুমন। নীলকুঠি এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও গতকাল বিকেলে দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হন। দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় আলমসাধুর এক যাত্রী নিহত হয়েছেন। সন্ধ্যায় বান্দরবানের থানচিতে সিমেন্ট বোঝাই পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হন। সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হন। আগের রাতে চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক-সিএনজি ট্যাক্সির সংঘর্ষে যুবক নিহতের খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
দিনাজপুর : দিনাজপুর সদরের কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, গতকাল বিকেল ৪টার দিকে পাচবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় হামিদ হাসান হিমু (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি দিনাজপুর কেবিএম কলেজের বিবিএ’র চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। দুর্ঘটনায় তার বন্ধু বালুবাড়ী এলাকার আব্দুর রহিমের ছেলে ইমন রহমান (১৮) এবং কৃষ্ণ রায়ের ছেলে শিলন রায় (২৩) আহত হন। তিন বন্ধু মোটরসাইকেলের যন্ত্রাংশ কেনার জন্য হিলি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
চুয়াডাঙ্গা : গতকাল দুপুর আড়াইটার দিকে জীবননগরের সন্তোষপুর বাজারে বাসের ধাক্কায় আলমসাধুর যাত্রী আশরাফ মিয়া (৪০) নিহত হন। তিনি উপজেলার গুড়দাহ গ্রামের আনছার আলীর ছেলে। জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বান্দরবান : থানচি থানার ওসি জোবায়রুল ইসলাম জানান, উপজেলার বলিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উপজেলার চাকমা পাড়ার বাসিন্দা সন্তোষ চাকমা (৩৫) এবং মুসলিম পাড়ার বাসিন্দা আবুল কালাম (৪৪) নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।
উখিয়া : কুতুপালং বাজারে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় নুর হাশিম (৩৮) নামে এক রোহিঙ্গা নিহত হন। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গফ্ফারের ছেলে। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী : মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মো. আলমগীর জানান, রবিবার রাতে উপজেলার অক্সিজেন কুয়াইশ যাওয়ার পথে অনন্যা আবাসিক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্যাক্সির যাত্রী মোশারফ হোসেন (৩৮) মারা যান। তিনি কক্সবাজারের কতুবদিয়ার পূর্ব আলী আকবর ডেইলের বাসিন্দা।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৮ জুন, ২০১৯ ০০:০০

নওগাঁর মান্দায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক-ছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কামাল হোসেন (৪২) ও সুমন আলী (১২)। তারা সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মোটরসাইকেলে করে স্কুল থেকে সতীহাট বাজারে যাচ্ছিলেন খুদিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা কামাল ও সৈয়দপুর গ্রামের কাইয়ুমদ্দীনের ছেলে সুমন। নীলকুঠি এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও গতকাল বিকেলে দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হন। দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় আলমসাধুর এক যাত্রী নিহত হয়েছেন। সন্ধ্যায় বান্দরবানের থানচিতে সিমেন্ট বোঝাই পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হন। সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হন। আগের রাতে চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক-সিএনজি ট্যাক্সির সংঘর্ষে যুবক নিহতের খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
দিনাজপুর : দিনাজপুর সদরের কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, গতকাল বিকেল ৪টার দিকে পাচবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় হামিদ হাসান হিমু (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি দিনাজপুর কেবিএম কলেজের বিবিএ’র চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। দুর্ঘটনায় তার বন্ধু বালুবাড়ী এলাকার আব্দুর রহিমের ছেলে ইমন রহমান (১৮) এবং কৃষ্ণ রায়ের ছেলে শিলন রায় (২৩) আহত হন। তিন বন্ধু মোটরসাইকেলের যন্ত্রাংশ কেনার জন্য হিলি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
চুয়াডাঙ্গা : গতকাল দুপুর আড়াইটার দিকে জীবননগরের সন্তোষপুর বাজারে বাসের ধাক্কায় আলমসাধুর যাত্রী আশরাফ মিয়া (৪০) নিহত হন। তিনি উপজেলার গুড়দাহ গ্রামের আনছার আলীর ছেলে। জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বান্দরবান : থানচি থানার ওসি জোবায়রুল ইসলাম জানান, উপজেলার বলিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উপজেলার চাকমা পাড়ার বাসিন্দা সন্তোষ চাকমা (৩৫) এবং মুসলিম পাড়ার বাসিন্দা আবুল কালাম (৪৪) নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।
উখিয়া : কুতুপালং বাজারে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় নুর হাশিম (৩৮) নামে এক রোহিঙ্গা নিহত হন। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গফ্ফারের ছেলে। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী : মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মো. আলমগীর জানান, রবিবার রাতে উপজেলার অক্সিজেন কুয়াইশ যাওয়ার পথে অনন্যা আবাসিক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্যাক্সির যাত্রী মোশারফ হোসেন (৩৮) মারা যান। তিনি কক্সবাজারের কতুবদিয়ার পূর্ব আলী আকবর ডেইলের বাসিন্দা।