পটিয়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ শিশুসহ দগ্ধ ১৭
চট্টগ্রাম ব্যুরো | ২৬ জুন, ২০১৯ ০০:০০
চট্টগ্রামের পটিয়ায় একটি মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ হেলাল উদ্দীন দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পটিয়া পৌরসভার ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর জানান, রাত সাড়ে ১১টা থেকে রোগীদের এখানে আনা হয়। এখন পর্যন্ত ১৭ জন দগ্ধ রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকজনের শরীর ২৫ শতাংশের বেশি পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এক প্রবাসীকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে পটিয়া পৌরসভার পিটিআই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই সাতকানিয়ার বাসিন্দা।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২৬ জুন, ২০১৯ ০০:০০

চট্টগ্রামের পটিয়ায় একটি মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ হেলাল উদ্দীন দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পটিয়া পৌরসভার ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর জানান, রাত সাড়ে ১১টা থেকে রোগীদের এখানে আনা হয়। এখন পর্যন্ত ১৭ জন দগ্ধ রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকজনের শরীর ২৫ শতাংশের বেশি পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এক প্রবাসীকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে পটিয়া পৌরসভার পিটিআই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই সাতকানিয়ার বাসিন্দা।