ঈদের পর সবজির বাজার চড়া
নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০
ঈদের পর কয়েক দিন কেটে গেলেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। ক্রেতা কম আর আড়তে ঘাটতি থাকায় বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের আগে প্রতিকেজি টমেটো ১৬০ টাকা বিক্রি হলেও এখন ১৮০ টাকা। ৫০ টাকার শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে গেছেন; অনেকে এখনো ঢাকায় ফেরেননি। এজন্য ক্রেতার উপস্থিতি কম। ঢাকার অনেক হোটেল এখন পর্যন্ত চালু হয়নি। আড়তে সবজির ঘাটতি থাকায় খুচরা বাজারে দামও বেড়েছে। আগামীকাল থেকে বেচা-বিক্রি বাড়বে বলে তারা আশাবাদী।
গতকাল কারওয়ান বাজারের কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শসা ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল ৫০ টাকা। গাজরের কেজি ৮০ টাকা, আগে ছিল ৪০ টাকা। পেঁপে ৪০ টাকা কেজি, আগে ছিল ৩০ টাকা। শিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। বরবটি ৮০ থেকে ১০০ টাকা, যা আগে ছিল ৬০ টাকা। কাঁকরোল ৪০ টাকা কেজি, আগে বিক্রি হতো ২৫ থেকে ৩০ টাকা। বেগুন ৫০ টাকা কেজি, আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। লেবু এক হালি ৪০ টাকা, আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। কচুর লতি ৪০ টাকা কেজি, যা ঈদের আগে ছিল ৩০ টাকা। দাম অপরিবর্তিত ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। করলার কেজি ৭০ থেকে ৮০ টাকা। মাঝারি আকারের লাউ ৫০ টাকা পিস। তবে কাঁচা মরিচের দাম ঈদের আগের চেয়ে কমেছে। ঈদের আগে যা ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি হতো, তা এখন হচ্ছে ১০০ টাকায়। দেশি পেঁয়াজ ৪৫ টাকা কেজি। চায়না রসুন কেজি ১৮০ টাকা। কচুর মুখী ৫০ ও পটোল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি।
সবজি বিক্রেতা মনির হোসেন দেশ রূপান্তরকে বলেন, কেনাবেচা খুব একটা নেই। ঈদের ছুটিতে গ্রাম থেকে লোকজন এখনো খুব একটা ঢাকায় আসেনি। বন্যা ও বৃষ্টির কারণে ঈদের আগে থেকে বেশ কিছু সবজির দাম বেড়ে যায়। ঈদের পর সবজির সরবরাহ কম থাকায় নতুন করে কিছু সবজির দাম বেড়েছে। তবে বেশ কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে মাছ ও মাংসের বাজার ঘুরে দেখা গেছে, কক মুরগি ২২০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি। গরুর মাংস ৫৫০ ও খাসির মাংস মানভেদে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। রুই মাছের কেজি ১২০ থেকে ১৫০ টাকা।
কারওয়ান বাজারে ধানমণ্ডি থেকে আসা ক্রেতা রাসেল আহমেদ বলেন, ‘ঈদের পর কয়েক দিন ধরেই গরুর মাংস খাচ্ছি, মুখে আর ভালো লাগছে না। তাই শাকসবজি কিনতে এসেছি। কিছু সবজির দাম একটু বেশি মনে হয়েছে। এক কেজি টমেটো ১৮০ টাকা দিয়ে কিনতে হলো। ভেবেছি বাজারে আসা নতুন শিম নেব, কিন্তু দাম বেশি।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০

ঈদের পর কয়েক দিন কেটে গেলেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। ক্রেতা কম আর আড়তে ঘাটতি থাকায় বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের আগে প্রতিকেজি টমেটো ১৬০ টাকা বিক্রি হলেও এখন ১৮০ টাকা। ৫০ টাকার শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে গেছেন; অনেকে এখনো ঢাকায় ফেরেননি। এজন্য ক্রেতার উপস্থিতি কম। ঢাকার অনেক হোটেল এখন পর্যন্ত চালু হয়নি। আড়তে সবজির ঘাটতি থাকায় খুচরা বাজারে দামও বেড়েছে। আগামীকাল থেকে বেচা-বিক্রি বাড়বে বলে তারা আশাবাদী।
গতকাল কারওয়ান বাজারের কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শসা ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল ৫০ টাকা। গাজরের কেজি ৮০ টাকা, আগে ছিল ৪০ টাকা। পেঁপে ৪০ টাকা কেজি, আগে ছিল ৩০ টাকা। শিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। বরবটি ৮০ থেকে ১০০ টাকা, যা আগে ছিল ৬০ টাকা। কাঁকরোল ৪০ টাকা কেজি, আগে বিক্রি হতো ২৫ থেকে ৩০ টাকা। বেগুন ৫০ টাকা কেজি, আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। লেবু এক হালি ৪০ টাকা, আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। কচুর লতি ৪০ টাকা কেজি, যা ঈদের আগে ছিল ৩০ টাকা। দাম অপরিবর্তিত ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। করলার কেজি ৭০ থেকে ৮০ টাকা। মাঝারি আকারের লাউ ৫০ টাকা পিস। তবে কাঁচা মরিচের দাম ঈদের আগের চেয়ে কমেছে। ঈদের আগে যা ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি হতো, তা এখন হচ্ছে ১০০ টাকায়। দেশি পেঁয়াজ ৪৫ টাকা কেজি। চায়না রসুন কেজি ১৮০ টাকা। কচুর মুখী ৫০ ও পটোল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি।
সবজি বিক্রেতা মনির হোসেন দেশ রূপান্তরকে বলেন, কেনাবেচা খুব একটা নেই। ঈদের ছুটিতে গ্রাম থেকে লোকজন এখনো খুব একটা ঢাকায় আসেনি। বন্যা ও বৃষ্টির কারণে ঈদের আগে থেকে বেশ কিছু সবজির দাম বেড়ে যায়। ঈদের পর সবজির সরবরাহ কম থাকায় নতুন করে কিছু সবজির দাম বেড়েছে। তবে বেশ কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে মাছ ও মাংসের বাজার ঘুরে দেখা গেছে, কক মুরগি ২২০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি। গরুর মাংস ৫৫০ ও খাসির মাংস মানভেদে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। রুই মাছের কেজি ১২০ থেকে ১৫০ টাকা।
কারওয়ান বাজারে ধানমণ্ডি থেকে আসা ক্রেতা রাসেল আহমেদ বলেন, ‘ঈদের পর কয়েক দিন ধরেই গরুর মাংস খাচ্ছি, মুখে আর ভালো লাগছে না। তাই শাকসবজি কিনতে এসেছি। কিছু সবজির দাম একটু বেশি মনে হয়েছে। এক কেজি টমেটো ১৮০ টাকা দিয়ে কিনতে হলো। ভেবেছি বাজারে আসা নতুন শিম নেব, কিন্তু দাম বেশি।’