জাপার কাউন্সিল ২১ ডিসেম্বর : জি এম কাদের
| ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০
আগামী ২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি কমিটির
সাংগঠনিক সভায় কাদের বলেন, ‘যারা বলেছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টি ভেঙে যাবে তাদের আশঙ্কা মিথ্যে প্রমাণিত হয়েছে। আগামী ২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল হবে। জাপা আরও সুশৃঙ্খল এবং শক্তিশালী দল হিসেবে বাংলাদেশের রাজনীতির মাঠে থাকবে।’
দলের ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের সভায় জি এম কাদের বলেছেন, ‘একটি সময়ে দেশের ছাত্রসংগঠনগুলো দল বা ব্যক্তির লেজুড়বৃত্তি ও লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। আর এ কারণেই হুসেইন মুহম্মদ এরশাদ ছাত্ররাজনীতি বন্ধ করেছিলেন। ছাত্র সমাজ যেন কারও লাঠিয়ালে পরিণত না হয়। ছাত্র সমাজকে প্রতিটি অন্যায় আর অসত্যের প্রতিবাদ করে সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে।’
সভায় উপস্থিত পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাপার ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজকে আরও সংগঠিত ও শক্তিশালী করার জন্য তাগিদ দেন দলের নেতাকর্মীদের। তিনি বলেন, ‘২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি আরও শক্তিশালী হচ্ছে। জাতীয় পার্টির যেসব নেতার সন্তানরা জাতীয় ছাত্র সমাজ করছে না, সেই সব নেতা কোনো নির্বাচনেই জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাবেন না।’
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাশ, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী, ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু।
শেয়ার করুন
| ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০

আগামী ২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি কমিটির
সাংগঠনিক সভায় কাদের বলেন, ‘যারা বলেছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টি ভেঙে যাবে তাদের আশঙ্কা মিথ্যে প্রমাণিত হয়েছে। আগামী ২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল হবে। জাপা আরও সুশৃঙ্খল এবং শক্তিশালী দল হিসেবে বাংলাদেশের রাজনীতির মাঠে থাকবে।’
দলের ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের সভায় জি এম কাদের বলেছেন, ‘একটি সময়ে দেশের ছাত্রসংগঠনগুলো দল বা ব্যক্তির লেজুড়বৃত্তি ও লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। আর এ কারণেই হুসেইন মুহম্মদ এরশাদ ছাত্ররাজনীতি বন্ধ করেছিলেন। ছাত্র সমাজ যেন কারও লাঠিয়ালে পরিণত না হয়। ছাত্র সমাজকে প্রতিটি অন্যায় আর অসত্যের প্রতিবাদ করে সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে।’
সভায় উপস্থিত পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাপার ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজকে আরও সংগঠিত ও শক্তিশালী করার জন্য তাগিদ দেন দলের নেতাকর্মীদের। তিনি বলেন, ‘২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি আরও শক্তিশালী হচ্ছে। জাতীয় পার্টির যেসব নেতার সন্তানরা জাতীয় ছাত্র সমাজ করছে না, সেই সব নেতা কোনো নির্বাচনেই জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাবেন না।’
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাশ, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী, ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু।