আলভীকে দেখার পর তথ্যমন্ত্রী
লাগাম টানতেই হবে বেপরোয়া চালকদের
নিজস্ব প্রতিবেদক | ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বেপরোয়া বাস চালকদের সমালোচনা করে বলেছেন, ‘আমি মনে করি অসচেতনভাবে, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মানুষের মৃত্যুবরণ, পঙ্গুত্ববরণÑ এগুলোর সবগুলোই দুর্ঘটনা নয়, কিছু খুনের ঘটনাও। সুতরাং এগুলোর লাগাম টেনে ধরতেই হবে।’ গতকাল বুধবার রাজধানীর শ্যামলীতে ট্রমা সেন্টারে বাসচাপায় গুরুতর আহত ইয়ামী আলভী রবকে
(১৯) দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। গত ৫ সেপ্টেম্বর যে পরিবহনের বাসচাপায় উত্তরায় সংগীতশিল্পী পারভেজ রব নিহত হন, সেই একই পরিবহনের আরেক বাসচাপায় ৮ সেপ্টেম্বর তার কনিষ্ঠ ছেলে আলভী গুরুতর আহত ও তার বন্ধু মেহেদী নিহত হন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত শিল্পী পারভেজ রবকে যেভাবে চাপা দেওয়া হয়েছে, এরপর তার ছেলে একই কোম্পানির গাড়িতে যেভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, দুটিই দুর্ঘটনা কি না, বিশেষ করে পরবর্তীটি তদন্তের দাবি রাখে।’ তিনি জানান, ভুয়া লাইসেন্স বা রুট পারমিট ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকার কাজ করছে। মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা পৃথিবীর সব দেশেই আছে কম-বেশি। সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং ১১১টি সুপারিশ সেখানে নেওয়া হয়েছে। আমি আশা করি, এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।’ এ সময় আলভীর মা রুমানা সুলতানা, খালা মনিরা বেগম, ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সংগীতশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা উপস্থিত ছিলেন। এ সময় আলভীকে বিনা খরচে চিকিৎসার জন্য রুহুল হককে অনুরোধ জানান তথ্যমন্ত্রী।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বেপরোয়া বাস চালকদের সমালোচনা করে বলেছেন, ‘আমি মনে করি অসচেতনভাবে, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মানুষের মৃত্যুবরণ, পঙ্গুত্ববরণÑ এগুলোর সবগুলোই দুর্ঘটনা নয়, কিছু খুনের ঘটনাও। সুতরাং এগুলোর লাগাম টেনে ধরতেই হবে।’ গতকাল বুধবার রাজধানীর শ্যামলীতে ট্রমা সেন্টারে বাসচাপায় গুরুতর আহত ইয়ামী আলভী রবকে
(১৯) দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। গত ৫ সেপ্টেম্বর যে পরিবহনের বাসচাপায় উত্তরায় সংগীতশিল্পী পারভেজ রব নিহত হন, সেই একই পরিবহনের আরেক বাসচাপায় ৮ সেপ্টেম্বর তার কনিষ্ঠ ছেলে আলভী গুরুতর আহত ও তার বন্ধু মেহেদী নিহত হন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত শিল্পী পারভেজ রবকে যেভাবে চাপা দেওয়া হয়েছে, এরপর তার ছেলে একই কোম্পানির গাড়িতে যেভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, দুটিই দুর্ঘটনা কি না, বিশেষ করে পরবর্তীটি তদন্তের দাবি রাখে।’ তিনি জানান, ভুয়া লাইসেন্স বা রুট পারমিট ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকার কাজ করছে। মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা পৃথিবীর সব দেশেই আছে কম-বেশি। সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং ১১১টি সুপারিশ সেখানে নেওয়া হয়েছে। আমি আশা করি, এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।’ এ সময় আলভীর মা রুমানা সুলতানা, খালা মনিরা বেগম, ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সংগীতশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা উপস্থিত ছিলেন। এ সময় আলভীকে বিনা খরচে চিকিৎসার জন্য রুহুল হককে অনুরোধ জানান তথ্যমন্ত্রী।