বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে ইউআইইউতে শিক্ষামন্ত্রী
প্রমাণ পেলে ব্যবস্থা নিতে পিছপা হবে না সরকার
নিজস্ব প্রতিবেদক | ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সমস্যায় অভিযোগের প্রমাণ পেলে সরকার দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, দেশে এখন পাবলিক ও বেসরকারি মিলিয়ে মোট ১৫১টি বিশ্ববিদ্যালয় আছে, এর মধ্যে কয়েকটিতে নানা কারণে সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। গতকাল শুক্রবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত অষ্টম অ্যাকাডেমিয়া ইংরেজি-গণিত অলিম্পিয়াড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কোথাও যদি কোনো অভিযোগের প্রমাণ থাকে, সেখানে কোনো সমস্যা চিহ্নিত হলে, সে অনুযায়ী কেউ যদি প্রমাণসহ অভিযোগ করেন, তাহলে আমরা ওই দায়ী ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পিছপা হব না। শুধু অভিযোগ করাটা যথেষ্ট নয় আর অভিযোগের সঙ্গে তথ্য-প্রমাণ থাকতে হবে। কেউ যদি অভিযোগের পর তথ্য-প্রমাণ না দিতে পারেন, শুধু শুধু অভিযোগ করে অচল অবস্থা সৃষ্টি করার কোনো পাঁয়তারা করেন, সেটিকেও আমাদের কঠোরভাবে দেখতে হবে।’
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নেই, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের সঙ্গে, শিক্ষক সমিতির সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগে আছি। আমরা যেকোনো সমস্যা সমাধানে তাদের পাশে আছি, থাকব।’ তিনি বলেন, ‘আপনারা দেখেছেন গত ১০ বছরে মন্ত্রণালয় শিক্ষার জন্য কাজ করছে, আগে আমাদের লক্ষ্য ছিল শিক্ষিতের হার বাড়ানো এবং আমরা অনেকাংশে সফল। এখন আমাদের লক্ষ্য পর্যায়ক্রমে শিক্ষার মান উন্নয়ন করা আর এজন্য বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।’
অনুষ্ঠানে মন্ত্রী অষ্টম অ্যাকাডেমিয়া ইংরেজি-গণিত অলিম্পিয়াডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রাজধানীর সব ইংরেজি মিডিয়াম স্কুল থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্ট্যান্ডার্ড ওয়ান থেকে এ-লেভেল পর্যন্ত মোট ১২০ জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড সমিতির সভাপতি মোবারক হোসেন, অ্যাকাডেমিয়ার চেয়ারপারসন সাবওয়াত জেব, ইউআইইউ ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুবউদ্দিন প্রমুখ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সমস্যায় অভিযোগের প্রমাণ পেলে সরকার দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, দেশে এখন পাবলিক ও বেসরকারি মিলিয়ে মোট ১৫১টি বিশ্ববিদ্যালয় আছে, এর মধ্যে কয়েকটিতে নানা কারণে সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। গতকাল শুক্রবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত অষ্টম অ্যাকাডেমিয়া ইংরেজি-গণিত অলিম্পিয়াড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কোথাও যদি কোনো অভিযোগের প্রমাণ থাকে, সেখানে কোনো সমস্যা চিহ্নিত হলে, সে অনুযায়ী কেউ যদি প্রমাণসহ অভিযোগ করেন, তাহলে আমরা ওই দায়ী ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পিছপা হব না। শুধু অভিযোগ করাটা যথেষ্ট নয় আর অভিযোগের সঙ্গে তথ্য-প্রমাণ থাকতে হবে। কেউ যদি অভিযোগের পর তথ্য-প্রমাণ না দিতে পারেন, শুধু শুধু অভিযোগ করে অচল অবস্থা সৃষ্টি করার কোনো পাঁয়তারা করেন, সেটিকেও আমাদের কঠোরভাবে দেখতে হবে।’
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নেই, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের সঙ্গে, শিক্ষক সমিতির সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগে আছি। আমরা যেকোনো সমস্যা সমাধানে তাদের পাশে আছি, থাকব।’ তিনি বলেন, ‘আপনারা দেখেছেন গত ১০ বছরে মন্ত্রণালয় শিক্ষার জন্য কাজ করছে, আগে আমাদের লক্ষ্য ছিল শিক্ষিতের হার বাড়ানো এবং আমরা অনেকাংশে সফল। এখন আমাদের লক্ষ্য পর্যায়ক্রমে শিক্ষার মান উন্নয়ন করা আর এজন্য বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।’
অনুষ্ঠানে মন্ত্রী অষ্টম অ্যাকাডেমিয়া ইংরেজি-গণিত অলিম্পিয়াডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রাজধানীর সব ইংরেজি মিডিয়াম স্কুল থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্ট্যান্ডার্ড ওয়ান থেকে এ-লেভেল পর্যন্ত মোট ১২০ জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড সমিতির সভাপতি মোবারক হোসেন, অ্যাকাডেমিয়ার চেয়ারপারসন সাবওয়াত জেব, ইউআইইউ ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুবউদ্দিন প্রমুখ।