খালেদার সাক্ষাৎ পেতে কারা কর্তৃপক্ষকে ঐক্যফ্রন্টের চিঠি
নিজস্ব প্রতিবেদক | ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার সময় চেয়ে কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজনস) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে সাক্ষাৎপ্রত্যাশী ফ্রন্টের পাঁচ নেতার নামও দেওয়া হয়েছে। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ঐক্যফ্রন্ট জানিয়েছে, দুপুরে ফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু চিঠিটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি প্রিজনস সুরাইয়া আক্তারের কাছে পৌঁছে দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্বে পাঁচজনের নাম দেওয়া হয়েছে। পরে আরও পাঁচজনের নাম দেওয়া হবে। প্রথম পর্বে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা
কিবরিয়া ও জেএসডি সহসভাপতি তানিয়া রব।
ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান মিন্টু গতকাল দেশ রূপান্তরকে বলেন, ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে গত ২১ অক্টোবর কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঐক্যফ্রন্টের আট নেতা। পরে আ স ম আবদুর রব সাংবাদিকদের জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাক্ষাতের বিষয়ে সম্মতি দিয়েছেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার সময় চেয়ে কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজনস) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে সাক্ষাৎপ্রত্যাশী ফ্রন্টের পাঁচ নেতার নামও দেওয়া হয়েছে। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ঐক্যফ্রন্ট জানিয়েছে, দুপুরে ফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু চিঠিটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি প্রিজনস সুরাইয়া আক্তারের কাছে পৌঁছে দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্বে পাঁচজনের নাম দেওয়া হয়েছে। পরে আরও পাঁচজনের নাম দেওয়া হবে। প্রথম পর্বে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা
কিবরিয়া ও জেএসডি সহসভাপতি তানিয়া রব।
ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান মিন্টু গতকাল দেশ রূপান্তরকে বলেন, ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে গত ২১ অক্টোবর কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঐক্যফ্রন্টের আট নেতা। পরে আ স ম আবদুর রব সাংবাদিকদের জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাক্ষাতের বিষয়ে সম্মতি দিয়েছেন।