দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ
চট্টগ্রাম ব্যুরো | ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০
পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল রবিবার সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা বলেছেন, ‘পেঁয়াজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের বাজার নিয়ে দুর্বৃত্তপনা নির্বিঘেœই চালিয়ে যাচ্ছে। অতি মুনাফালোভী সিন্ডিকেটগুলোর কারসাজিতে বাজারে আরও দুর্মূল্য হয়ে উঠেছে পেঁয়াজ।’
নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবন মাঠে সমাবেশ বক্তারা আরও বলেন, মজুদদাররা পেঁয়াজ গোডাউনে রেখে গত ৪ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। প্রতিটি সেক্টরকে দুর্নীতির মহাসমুদ্রে পরিণত করেছে সরকার। জনগণের এই টাকার হিসাব বাংলাদেশের মানুষকে কড়ায় গয় বুঝিয়ে দিতে হবে। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ এম এ আজিজ প্রমুখ।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল রবিবার সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা বলেছেন, ‘পেঁয়াজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের বাজার নিয়ে দুর্বৃত্তপনা নির্বিঘেœই চালিয়ে যাচ্ছে। অতি মুনাফালোভী সিন্ডিকেটগুলোর কারসাজিতে বাজারে আরও দুর্মূল্য হয়ে উঠেছে পেঁয়াজ।’ নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবন মাঠে সমাবেশ বক্তারা আরও বলেন, মজুদদাররা পেঁয়াজ গোডাউনে রেখে গত ৪ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। প্রতিটি সেক্টরকে দুর্নীতির মহাসমুদ্রে পরিণত করেছে সরকার। জনগণের এই টাকার হিসাব বাংলাদেশের মানুষকে কড়ায় গয় বুঝিয়ে দিতে হবে। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ এম এ আজিজ প্রমুখ।