সোনার বারসহ ইউএস বাংলার কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক | ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি স্বর্ণের বারসহ ইউএস বাংলা এয়ারলাইনসের গ্রাহকসেবা শাখায় কর্মরত ওমর ফারুকসহ দুজনকে আটক করেছে ঢাকার কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। ওমর ফারুক ইউএস বাংলা এয়ারলাইনসের কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। মামুন নামে অপর ব্যক্তি বিমানের যাত্রী সেজে স্বর্ণের বার পাচার করছিলেন। গতকাল শুক্রবার বিকেলে তাদের দুজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া দেশ রূপান্তরকে বলেন, স্বর্ণের বারসহ দুজনের আটক হওয়ার তথ্য পেয়েছি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিমের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজ, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন। ট্রানজিট ও বোর্ডিং এলাকায় নজরদারি ও তল্লাশি কর্মকাণ্ড পরিচালনার সময় বেলা ৩টা ২০ মিনিটে রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০০৪০-এর যাত্রী মামুন মিয়ার গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রিভেন্টিভ কর্মকর্তারা তাকে অনুসরণ করতে থাকেন। ওই যাত্রী ট্রানজিটের বিপরীত পাশের পর্যটন করপোরেশনের ডিউটি ফ্রি শপের ভেতরে প্রবেশ করে সেখানে অবস্থানরত ইউএস বাংলা এয়ারলাইনসের কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ওমর ফারুকের কাছে স্বর্ণের বারগুলো হস্তান্তর করেন। বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন প্রিভেন্টিভ কর্মকর্তারা। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি স্বর্ণের বারসহ ইউএস বাংলা এয়ারলাইনসের গ্রাহকসেবা শাখায় কর্মরত ওমর ফারুকসহ দুজনকে আটক করেছে ঢাকার কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। ওমর ফারুক ইউএস বাংলা এয়ারলাইনসের কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। মামুন নামে অপর ব্যক্তি বিমানের যাত্রী সেজে স্বর্ণের বার পাচার করছিলেন। গতকাল শুক্রবার বিকেলে তাদের দুজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া দেশ রূপান্তরকে বলেন, স্বর্ণের বারসহ দুজনের আটক হওয়ার তথ্য পেয়েছি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিমের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজ, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন। ট্রানজিট ও বোর্ডিং এলাকায় নজরদারি ও তল্লাশি কর্মকাণ্ড পরিচালনার সময় বেলা ৩টা ২০ মিনিটে রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০০৪০-এর যাত্রী মামুন মিয়ার গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রিভেন্টিভ কর্মকর্তারা তাকে অনুসরণ করতে থাকেন। ওই যাত্রী ট্রানজিটের বিপরীত পাশের পর্যটন করপোরেশনের ডিউটি ফ্রি শপের ভেতরে প্রবেশ করে সেখানে অবস্থানরত ইউএস বাংলা এয়ারলাইনসের কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ওমর ফারুকের কাছে স্বর্ণের বারগুলো হস্তান্তর করেন। বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন প্রিভেন্টিভ কর্মকর্তারা। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা।