ঢাবি ভিসির দোয়া ও সহযোগিতা চাইলেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে তার দোয়া ও সহযোগিতা চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাবির ভিসি ভবনে গিয়ে দোয়া ও সহযোগিতা চান তিনি।
এ সময় ইশরাক বলেন, আমি ঢাবির ছাত্র না হলেও ঢাবির সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার বাবা, আমার মা, আমার বোন এখান থেকে
পড়াশোনা করেছেন। আমি এখানে এসেছি আপনার কাছে দোয়া চাইতে। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল রাজনীতি করার। এজন্য মেয়র নির্বাচনে দাঁড়িয়েছি। আমি মেয়র নির্বাচিত হয়ে সিটি করপোরেশনের সব সমস্যা নিয়ে কাজ করব। মানুষের সব ধরনের অধিকার নিয়ে কাজ করব। জবাবে ভিসি আখতারুজ্জামান বিএনপির মেয়ার প্রার্থী ইশরাককে বলেন, এখানে আসার জন্য আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি, সামনের নির্বাচনে একটি সুষ্ঠু এবং সাবলীল পরিবেশ থাকবে।
এ সময় ইশরাকের সঙ্গে ছিলেন ঢাবির বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোরশেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আকতার হোসেন খানসহ ও ছাত্রদল নেতাকর্মীরা।
ভিসি ভবন থেকে ইশরাক যান অপরাজেয় বাংলার সামনে। সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন তিনি। এরপর ১৪তম দিনের প্রচার শুরু করেন বিএনপির এই মেয়র প্রার্থী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের নিয়ে ঢাবির বাণিজ্য অনুষদ, কলা ভবন, জগন্নাথ হল ও বিভিন্ন আবাসিক এলাকা হয়ে কার্জন হল এলাকায় গণসংযোগ করেন ইশরাক।
দুপুর ১২টায় হাইকোর্ট মাজার গেট এলাকায় যান ইশরাক হোসেন। এখানে তার পক্ষে প্রচারে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব ইশরাককে সঙ্গে নিয়ে হাইকোর্ট এলাকায় গণসংযোগ করেন। সেখান থেকে ইশরাক যান শ্যামপুর থানার ৫৪ নম্বর ওয়ার্ডের জুরাইন মাজারের ব্যাংক এশিয়ার সামনে। দুপুর আড়াইটায় মাজার গেটে ইশরাকের পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বিভিন্ন এলাকায় গণসংযোগে গিয়ে দেখেছি ইতিমধ্যে ইশরাকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। জনগণের রায়ে তিনি নির্বাচিত হয়ে গেছেন। এখন ১ ফেব্রুয়ারি আপনারা কেন্দ্র পাহারা দিয়ে এই সরকারের সব ষড়যন্ত্র রুখে দিয়ে ইশরাক হোসেনকে ভোট দেবেন। এরপর সেখান থেকে গণসংযোগ শুরু করে পোস্তগোলা, জুরাইন কবরস্থান, আরসিন গেট, টিএ্যান্ডটি ও বাংলাদেশ ব্যাংক কলোনি, গে-ারিয়া ডিআইটি প্লট, পাইপ রাস্তা, শিট মার্কেট, আবু হাজী প্রাইমারি স্কুল হয়ে ৫১ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে এসে গণসংযোগ ও প্রচার শেষ করেন ইশরাক। জুরাইনে গণসংযোগের এক পর্যায়ে জুরাইন কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে বাবা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন তিনি।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে তার দোয়া ও সহযোগিতা চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাবির ভিসি ভবনে গিয়ে দোয়া ও সহযোগিতা চান তিনি।
এ সময় ইশরাক বলেন, আমি ঢাবির ছাত্র না হলেও ঢাবির সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার বাবা, আমার মা, আমার বোন এখান থেকে
পড়াশোনা করেছেন। আমি এখানে এসেছি আপনার কাছে দোয়া চাইতে। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল রাজনীতি করার। এজন্য মেয়র নির্বাচনে দাঁড়িয়েছি। আমি মেয়র নির্বাচিত হয়ে সিটি করপোরেশনের সব সমস্যা নিয়ে কাজ করব। মানুষের সব ধরনের অধিকার নিয়ে কাজ করব। জবাবে ভিসি আখতারুজ্জামান বিএনপির মেয়ার প্রার্থী ইশরাককে বলেন, এখানে আসার জন্য আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি, সামনের নির্বাচনে একটি সুষ্ঠু এবং সাবলীল পরিবেশ থাকবে।
এ সময় ইশরাকের সঙ্গে ছিলেন ঢাবির বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোরশেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আকতার হোসেন খানসহ ও ছাত্রদল নেতাকর্মীরা।
ভিসি ভবন থেকে ইশরাক যান অপরাজেয় বাংলার সামনে। সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন তিনি। এরপর ১৪তম দিনের প্রচার শুরু করেন বিএনপির এই মেয়র প্রার্থী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের নিয়ে ঢাবির বাণিজ্য অনুষদ, কলা ভবন, জগন্নাথ হল ও বিভিন্ন আবাসিক এলাকা হয়ে কার্জন হল এলাকায় গণসংযোগ করেন ইশরাক।
দুপুর ১২টায় হাইকোর্ট মাজার গেট এলাকায় যান ইশরাক হোসেন। এখানে তার পক্ষে প্রচারে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব ইশরাককে সঙ্গে নিয়ে হাইকোর্ট এলাকায় গণসংযোগ করেন। সেখান থেকে ইশরাক যান শ্যামপুর থানার ৫৪ নম্বর ওয়ার্ডের জুরাইন মাজারের ব্যাংক এশিয়ার সামনে। দুপুর আড়াইটায় মাজার গেটে ইশরাকের পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বিভিন্ন এলাকায় গণসংযোগে গিয়ে দেখেছি ইতিমধ্যে ইশরাকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। জনগণের রায়ে তিনি নির্বাচিত হয়ে গেছেন। এখন ১ ফেব্রুয়ারি আপনারা কেন্দ্র পাহারা দিয়ে এই সরকারের সব ষড়যন্ত্র রুখে দিয়ে ইশরাক হোসেনকে ভোট দেবেন। এরপর সেখান থেকে গণসংযোগ শুরু করে পোস্তগোলা, জুরাইন কবরস্থান, আরসিন গেট, টিএ্যান্ডটি ও বাংলাদেশ ব্যাংক কলোনি, গে-ারিয়া ডিআইটি প্লট, পাইপ রাস্তা, শিট মার্কেট, আবু হাজী প্রাইমারি স্কুল হয়ে ৫১ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে এসে গণসংযোগ ও প্রচার শেষ করেন ইশরাক। জুরাইনে গণসংযোগের এক পর্যায়ে জুরাইন কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে বাবা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন তিনি।