কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মেয়ের মা আশঙ্কাজনক সড়কে নিহত আরও ৫
সড়কে নিহত আরও ৫
রূপান্তর ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০
রাজধানীর ওয়ারীর টয়েনবি সার্কুলার রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় শাহারা তালুকদার (২৩) নামে এক তরুণী প্রাণ হারিয়েছেন। এ ঘটনা তার মা নাদিরা
পারভীন গুরুত্ব আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত শাহারা মালিবাগের ড্রাগন কোম্পানির মেডিকেল ডিপার্টমেন্টের সহকারী নার্স হিসেবে চাকরি করতেন।
শাহারার ভগ্নিপতি লাবিব হোসেন জানান, পিরোজপুর নেছারাবাদের আউডিয়া গ্রামের মৃত শাহাদাত তালুকদারের মেয়ে শাহারা। তিন বোনের মধ্যে মেঝ তিনি। পরিবার নিয়ে মুগদা মানিকনগরের কুমিল্লাপট্টির রাসেদের বাড়িতে ভাড়া থাকতেন। অবিবাহিত ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শাহারা মায়ের সঙ্গে রিকশায় করে আজিমপুরে বড় বোন সুমাইয়ার বাসায় যাচ্ছিলেন। রিকশাটি টয়েনবি সার্কুলার রোডে গেলে একটি কাভার্ড ভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা মাকে উদ্ধার করে শাহজাহানপুর পেন্টাসিটি হাসপাতালে ভর্তি করে। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল হাবিব জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
বাসচাপায় প্রাণ গেল পানি বিক্রিতার : মতিঝিলে বাসচাপায় প্রাণ গেল ৩০ বছর ধরে ভ্যানে পানি সরবরাহকারী হিরু মিয়ার (৫০)। গত বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মতিঝিল সেনাকল্যাণ ভবনের পাশের পানির পাম্পে বাস করতেন তিনি। মতিঝিল থানার এসআই সৈয়দ আলী জানান, তার ঘরবাড়ি, পরিবার-পরিজন কিছু নেই। ভ্যানের ওপরই ঘুমাতেন। পাশাপাশি ভ্যানে করে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করতেন। বুধবার রাতেও ভ্যানে পানি নিয়ে যাওয়ার সময় মতিঝিল ওয়াবদা বিল্ডিংয়ের সামনে একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল এক নারীর : গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এপেক্স ফুটওয়্যার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন সুলতানা (২৪) স্থানীয় ব্লু-ওশেন ফুটওয়্যার কারখানায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার শান্তিরাম কালীতলায়।
সালনা হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কাজ শেষে কারখানা থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় ঘটনাস্থলেই আফরিনের মৃত্যু হয়। গাড়িটি আটক করা সম্ভব হয়নি। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজারে ট্রাকচাপায় নিহত ১ নারী : মৌলভীবাজারে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শেরপুর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসনে আরা (৩০) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নফল মিয়ার স্ত্রী। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, সদর উপজেলার ঘয়গড় এলাকার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেছিলেন ওই নারী। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোসাদ্দেক ফয়েজ অপু (১৬) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পটিয়া আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসাদ্দেক পটিয়া উপজেলার ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং হাবিলাসদ্বীপ ইউনিয়নের ইয়াকুবদণ্ডী গ্রামের মোরশেদ আলমের ছেলে। পটিয়া ক্রসিং পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর রহমান জানান, আমজুরহাট এলাকায় ওই স্কুলছাত্রের বাইসাইকেলকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান। এতে ছিটকে রাস্তায় পড়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান ও চালক মো. চান মিয়াকে আটক করা হয়েছে।
ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত : ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় লামিয়া খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খালিশপুর-কেষ্টপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। লামিয়া খাতুন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেষ্টপুর গ্রামের রাশেদুল ইসলাম জলিলের মেয়ে ও খালিশপুর মাধমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
মহেশপুর থানার ওসি মো. মোর্শেদ হোসেন খান জানান, সন্ধ্যায় খালিশপুর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল লামিয়া। পথে একটি বালিবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
শেয়ার করুন
সড়কে নিহত আরও ৫
রূপান্তর ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০

রাজধানীর ওয়ারীর টয়েনবি সার্কুলার রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় শাহারা তালুকদার (২৩) নামে এক তরুণী প্রাণ হারিয়েছেন। এ ঘটনা তার মা নাদিরা
পারভীন গুরুত্ব আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত শাহারা মালিবাগের ড্রাগন কোম্পানির মেডিকেল ডিপার্টমেন্টের সহকারী নার্স হিসেবে চাকরি করতেন।
শাহারার ভগ্নিপতি লাবিব হোসেন জানান, পিরোজপুর নেছারাবাদের আউডিয়া গ্রামের মৃত শাহাদাত তালুকদারের মেয়ে শাহারা। তিন বোনের মধ্যে মেঝ তিনি। পরিবার নিয়ে মুগদা মানিকনগরের কুমিল্লাপট্টির রাসেদের বাড়িতে ভাড়া থাকতেন। অবিবাহিত ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শাহারা মায়ের সঙ্গে রিকশায় করে আজিমপুরে বড় বোন সুমাইয়ার বাসায় যাচ্ছিলেন। রিকশাটি টয়েনবি সার্কুলার রোডে গেলে একটি কাভার্ড ভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা মাকে উদ্ধার করে শাহজাহানপুর পেন্টাসিটি হাসপাতালে ভর্তি করে। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল হাবিব জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
বাসচাপায় প্রাণ গেল পানি বিক্রিতার : মতিঝিলে বাসচাপায় প্রাণ গেল ৩০ বছর ধরে ভ্যানে পানি সরবরাহকারী হিরু মিয়ার (৫০)। গত বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মতিঝিল সেনাকল্যাণ ভবনের পাশের পানির পাম্পে বাস করতেন তিনি। মতিঝিল থানার এসআই সৈয়দ আলী জানান, তার ঘরবাড়ি, পরিবার-পরিজন কিছু নেই। ভ্যানের ওপরই ঘুমাতেন। পাশাপাশি ভ্যানে করে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করতেন। বুধবার রাতেও ভ্যানে পানি নিয়ে যাওয়ার সময় মতিঝিল ওয়াবদা বিল্ডিংয়ের সামনে একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল এক নারীর : গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এপেক্স ফুটওয়্যার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন সুলতানা (২৪) স্থানীয় ব্লু-ওশেন ফুটওয়্যার কারখানায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার শান্তিরাম কালীতলায়।
সালনা হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কাজ শেষে কারখানা থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় ঘটনাস্থলেই আফরিনের মৃত্যু হয়। গাড়িটি আটক করা সম্ভব হয়নি। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজারে ট্রাকচাপায় নিহত ১ নারী : মৌলভীবাজারে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শেরপুর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসনে আরা (৩০) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নফল মিয়ার স্ত্রী। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, সদর উপজেলার ঘয়গড় এলাকার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেছিলেন ওই নারী। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোসাদ্দেক ফয়েজ অপু (১৬) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পটিয়া আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসাদ্দেক পটিয়া উপজেলার ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং হাবিলাসদ্বীপ ইউনিয়নের ইয়াকুবদণ্ডী গ্রামের মোরশেদ আলমের ছেলে। পটিয়া ক্রসিং পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর রহমান জানান, আমজুরহাট এলাকায় ওই স্কুলছাত্রের বাইসাইকেলকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান। এতে ছিটকে রাস্তায় পড়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান ও চালক মো. চান মিয়াকে আটক করা হয়েছে।
ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত : ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় লামিয়া খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খালিশপুর-কেষ্টপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। লামিয়া খাতুন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেষ্টপুর গ্রামের রাশেদুল ইসলাম জলিলের মেয়ে ও খালিশপুর মাধমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
মহেশপুর থানার ওসি মো. মোর্শেদ হোসেন খান জানান, সন্ধ্যায় খালিশপুর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল লামিয়া। পথে একটি বালিবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।