কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি
প্রশ্নফাঁস ঠেকাতে বাড়তি নজর
নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে বিকাশ, ইউক্যাশ, রকেটসহ মোবাইলে আর্থিক লেনদেনে বিভিন্ন সেবার মাধ্যমে ছোট অঙ্কের টাকা আদান-প্রদানে বাড়তি নজরদারি করা হবে। এসব মাধ্যমে টাকা নিয়ে ফাঁস করা প্রশ্ন সারা দেশে বিক্রি বা ছড়িয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মুহম্মদ বদিউজ্জামান দিদার স্বাক্ষরিত সার্কুলারটি বাংলাদেশে কার্যরত মোবাইলে আর্থিক লেনদেনে সেবা (এমএফএস) ও ই-ওয়ালেট সেবাদাতা সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব পাবলিক পরীক্ষা, যেমন জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলীম, ভোকেশনাল, ডিপ্লোমা ও সমমানের পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত এমএফএস সেবাদাতাদের দেওয়া সেবা ও পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারগুলোর (পিএসপি) দেওয়া ই-ওয়ালেট সার্ভিসের মাধ্যমে সংঘটিত ছোট অঙ্কের (২০০-২০০০ টাকা) বারবার লেনদেন নজরদারি জোরদার করতে হবে। কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এই নির্দেশনার বিষয়ে নিজ নিজ ডিস্ট্রিবিউটর, সুপার এজেন্ট, এজেন্ট ও গ্রাহকদের অবহিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০

পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে বিকাশ, ইউক্যাশ, রকেটসহ মোবাইলে আর্থিক লেনদেনে বিভিন্ন সেবার মাধ্যমে ছোট অঙ্কের টাকা আদান-প্রদানে বাড়তি নজরদারি করা হবে। এসব মাধ্যমে টাকা নিয়ে ফাঁস করা প্রশ্ন সারা দেশে বিক্রি বা ছড়িয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মুহম্মদ বদিউজ্জামান দিদার স্বাক্ষরিত সার্কুলারটি বাংলাদেশে কার্যরত মোবাইলে আর্থিক লেনদেনে সেবা (এমএফএস) ও ই-ওয়ালেট সেবাদাতা সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব পাবলিক পরীক্ষা, যেমন জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলীম, ভোকেশনাল, ডিপ্লোমা ও সমমানের পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত এমএফএস সেবাদাতাদের দেওয়া সেবা ও পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারগুলোর (পিএসপি) দেওয়া ই-ওয়ালেট সার্ভিসের মাধ্যমে সংঘটিত ছোট অঙ্কের (২০০-২০০০ টাকা) বারবার লেনদেন নজরদারি জোরদার করতে হবে। কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এই নির্দেশনার বিষয়ে নিজ নিজ ডিস্ট্রিবিউটর, সুপার এজেন্ট, এজেন্ট ও গ্রাহকদের অবহিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।