তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত : তাপস
| ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০
বিএনপির মেয়র প্রার্থীরা ঢাকার উন্নয়নের জন্য নয় বরং সিটি নির্বাচনকে কৌশলে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন দক্ষিণ সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার মুগদা এলাকায় প্রচার চালাতে গিয়ে বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। শেখ তাপস বলেন, ‘অন্যান্য প্রার্থী যেসব বক্তব্য দিচ্ছেন, তাদের ঢাকাবাসীর জন কোনো রূপরেখা নেই। তারা জাতীয় রাজনীতির একটা কৌশল হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এজন্য তারা বিভিন্নভাবে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা রয়েছি গণসংযোগে ব্যস্ত।’ তিনি বলেন, ‘ঢাকাবাসীর কাছে আমরা যাচ্ছি আমাদের বার্তা পৌঁছে দিতে এবং তারা সেটা সাদরে গ্রহণ করছে। আমাদের উন্নয়নের রূপরেখার পক্ষে বিপুল জনসমর্থন আমরা লক্ষ করছি। আমরা এলাকাভিত্তিক গণসংযোগ করছি শুধু এলাকার নেতাদের নিয়েই। আমরা কোনোভাবেই শোডাউন বা বৃহত্তর পরিসরে কার্যক্রম নিচ্ছি না। কারণ এতে গণসংযোগে অসুবিধা হয়ে থাকে।’ নির্বাচনী ইশতেহার কবে নাগাদ দেওয়া হবেÑ জানতে চাইলে ক্ষমতাসীন দলের এই মেয়র প্রার্থী বলেন, ‘নির্বাচনী ইশতেহার নিয়ে কাজ চলছে। একটু বিলম্ব হচ্ছে, কিন্তু নির্বাচনের আগেই সেটা প্রকাশিত হবে।’
ঢাকা দক্ষিণ সিটির নতুন ওয়ার্ড নিয়ে পরিকল্পনা জানতে চাইলে শেখ তাপস বলেন, ‘নতুন ১৮টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে, সেই ওয়ার্ডগুলোতে আধুনিক নগরের সব সুযোগ-সুবিধা আমরা প্রদান করতে চাই। আমরা ৩০ বছরের যে মহাপরিকল্পনা করব সেখানে এই ১৮টি ওয়ার্ড আধুনিক করার পরিকল্পনা থাকবে।’ স্থানীয় সরকারের এ নির্বাচনে দলমত নির্বিশেষে ঢাকাবাসী তাদের সেবক হিসেবে তাকে নির্বাচিত করবেÑ এ আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আশা করি ঢাকাবাসীর জন্য যে রূপরেখা দিয়েছি, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকাবাসী সেই ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকার পক্ষে নৌকা মার্কায় তাদের ভোট দিয়ে তারা রায় দেবে।’
এ সময় সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর প্রার্থী মো. সিরাজুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা শমসের মাসুমাকে পরিচয় করিয়ে দেন শেখ তাপস। তার প্রচারে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
| ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০

বিএনপির মেয়র প্রার্থীরা ঢাকার উন্নয়নের জন্য নয় বরং সিটি নির্বাচনকে কৌশলে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন দক্ষিণ সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার মুগদা এলাকায় প্রচার চালাতে গিয়ে বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। শেখ তাপস বলেন, ‘অন্যান্য প্রার্থী যেসব বক্তব্য দিচ্ছেন, তাদের ঢাকাবাসীর জন কোনো রূপরেখা নেই। তারা জাতীয় রাজনীতির একটা কৌশল হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এজন্য তারা বিভিন্নভাবে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা রয়েছি গণসংযোগে ব্যস্ত।’ তিনি বলেন, ‘ঢাকাবাসীর কাছে আমরা যাচ্ছি আমাদের বার্তা পৌঁছে দিতে এবং তারা সেটা সাদরে গ্রহণ করছে। আমাদের উন্নয়নের রূপরেখার পক্ষে বিপুল জনসমর্থন আমরা লক্ষ করছি। আমরা এলাকাভিত্তিক গণসংযোগ করছি শুধু এলাকার নেতাদের নিয়েই। আমরা কোনোভাবেই শোডাউন বা বৃহত্তর পরিসরে কার্যক্রম নিচ্ছি না। কারণ এতে গণসংযোগে অসুবিধা হয়ে থাকে।’ নির্বাচনী ইশতেহার কবে নাগাদ দেওয়া হবেÑ জানতে চাইলে ক্ষমতাসীন দলের এই মেয়র প্রার্থী বলেন, ‘নির্বাচনী ইশতেহার নিয়ে কাজ চলছে। একটু বিলম্ব হচ্ছে, কিন্তু নির্বাচনের আগেই সেটা প্রকাশিত হবে।’
ঢাকা দক্ষিণ সিটির নতুন ওয়ার্ড নিয়ে পরিকল্পনা জানতে চাইলে শেখ তাপস বলেন, ‘নতুন ১৮টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে, সেই ওয়ার্ডগুলোতে আধুনিক নগরের সব সুযোগ-সুবিধা আমরা প্রদান করতে চাই। আমরা ৩০ বছরের যে মহাপরিকল্পনা করব সেখানে এই ১৮টি ওয়ার্ড আধুনিক করার পরিকল্পনা থাকবে।’ স্থানীয় সরকারের এ নির্বাচনে দলমত নির্বিশেষে ঢাকাবাসী তাদের সেবক হিসেবে তাকে নির্বাচিত করবেÑ এ আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আশা করি ঢাকাবাসীর জন্য যে রূপরেখা দিয়েছি, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকাবাসী সেই ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকার পক্ষে নৌকা মার্কায় তাদের ভোট দিয়ে তারা রায় দেবে।’
এ সময় সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর প্রার্থী মো. সিরাজুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা শমসের মাসুমাকে পরিচয় করিয়ে দেন শেখ তাপস। তার প্রচারে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।