হজ নিবন্ধনের সময় বাড়ল ৮ এপ্রিল পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০
দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে হজ নিবন্ধনের সময়। আগামী ৮ এপ্রিল পর্যন্ত এ নিবন্ধন করা যাবে। গতকাল ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ২ মার্চ থেকে শুরু হয়ে নিবন্ধন চলে ১৫ মার্চ পর্যন্ত। এসময় মাত্র ৩ শতাংশ নিবন্ধনের আওতায় আসেন। এরপর গতকাল বুধবার ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলে নিবন্ধনের আওতায় আসেন ৪১ হাজার ৮৫৪ জন। যা বাংলাদেশের মোট হজযাত্রীর ৩৩ দশমিক ৫৫ শতাংশ। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ৩৭ হাজার জন হজে যেতে পারবেন। নিবন্ধনকৃত হজযাত্রীদের মধ্যে সরকারি হজযাত্রী রয়েছেন ৩ হাজার ৩৫৯ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ হতে পারে। আগামী ২৩ জুন শুরু হবে হজ ফ্লাইট।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে ওমরাহযাত্রী প্রেরণ ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। তবে পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে ২০২০ সালের হজযাত্রী পাঠানোর জন্য নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময় বিমান ভাড়া এবং সার্ভিস চার্জ বাবদ ১ লাখ ৫১ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অন্য কোনো ব্যয় বাবদ কোনো অর্থ গ্রহণ করা যাবে না। বাকি অর্থ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জমা নেওয়া হবে। নিবন্ধনের সময় হজযাত্রী এবং এজেন্সিকে নগদ লেনদেন পরিহার করতে হবে।
সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর দাম রাখা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা। প্যাকেজ-২ এর দাম ৩ লাখ ৬০ হাজার টাকা। এবারই প্রথমবারের মতো ৩ লাখ ১৫ হাজার টাকায় ৩ নম্বর প্রস্তাব করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিরা সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ ঘোষণা করেছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০

দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে হজ নিবন্ধনের সময়। আগামী ৮ এপ্রিল পর্যন্ত এ নিবন্ধন করা যাবে। গতকাল ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ২ মার্চ থেকে শুরু হয়ে নিবন্ধন চলে ১৫ মার্চ পর্যন্ত। এসময় মাত্র ৩ শতাংশ নিবন্ধনের আওতায় আসেন। এরপর গতকাল বুধবার ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলে নিবন্ধনের আওতায় আসেন ৪১ হাজার ৮৫৪ জন। যা বাংলাদেশের মোট হজযাত্রীর ৩৩ দশমিক ৫৫ শতাংশ। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ৩৭ হাজার জন হজে যেতে পারবেন। নিবন্ধনকৃত হজযাত্রীদের মধ্যে সরকারি হজযাত্রী রয়েছেন ৩ হাজার ৩৫৯ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ হতে পারে। আগামী ২৩ জুন শুরু হবে হজ ফ্লাইট।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে ওমরাহযাত্রী প্রেরণ ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। তবে পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে ২০২০ সালের হজযাত্রী পাঠানোর জন্য নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময় বিমান ভাড়া এবং সার্ভিস চার্জ বাবদ ১ লাখ ৫১ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অন্য কোনো ব্যয় বাবদ কোনো অর্থ গ্রহণ করা যাবে না। বাকি অর্থ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জমা নেওয়া হবে। নিবন্ধনের সময় হজযাত্রী এবং এজেন্সিকে নগদ লেনদেন পরিহার করতে হবে।
সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর দাম রাখা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা। প্যাকেজ-২ এর দাম ৩ লাখ ৬০ হাজার টাকা। এবারই প্রথমবারের মতো ৩ লাখ ১৫ হাজার টাকায় ৩ নম্বর প্রস্তাব করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিরা সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ ঘোষণা করেছে।