ঈদের সড়কে প্রাণ গেল ৩১ জনের
রূপান্তর ডেস্ক | ৫ আগস্ট, ২০২০ ০০:০০
ঈদের ছুটি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩১ জন প্রাণ হারিয়েছে। এরমধ্যে ঈদযাত্রা ও ছুটিতে নিহত হয়েছে ১৭ জন। গত শনিবার ঈদের দিন সকালে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। রবিবার রাতে নীলফামারীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় নানা-নাতনি নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শরীফ (৩০) ও ফাহিম খান (১৮) নামে দুই যুবক নিহত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরীফ নরসিংদীর বড়বাজার এলাকার আবদুর রউফের ছেলে ও ফাহিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে।
নীলফামারীর কিশোরগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোরংপুরের গঙ্গাচড়ার দক্ষিণ কোলকোন্দ গ্রামের লিটন মিয়ার স্ত্রী রুমা আক্তার (২৬), তার ছেলে আবদুর রাহিম (৪) এবং তার ছোটবোন আদুরী আক্তার (১৯)।
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাইক্রোবাসের ধাক্কায় নানা ও তার নাতনি নিহত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কটিয়াদী-মঠখোলা সড়কের হেলিপ্যাডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার মসূয়া ইউনিয়নের চরবেতাল গ্রামের প্রয়াত ফালু প্রধানের ছেলে মো. আফিল উদ্দিন (৬৫) ও তার নাতনি জালালপুর এলাকার আবু হানিফার মেয়ে নুসরাত (১০)।
এছাড়া রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর, কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী, মাগুরায় বাসের ধাক্কায় এক ফল ব্যবসায়ী, গাজীপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক, গাইবান্ধায় কাভার্ড ভ্যান-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন, ফেনীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী, সাভারে বাস-পিকআপের সংঘর্ষে তিনজন, বাগেরহাটে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন, নওগাঁয় ভটভটি উল্টে এক শিশু, মেহেরপুরে ট্রাকচাপায় দুজন, সিরাজগঞ্জে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক নারী ও হবিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত রবিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাহমুদুর রহমানের বাবা বিল্লাল হোসাইন লালবাগ থানার এসআই হিসেবে কর্মরত।
গাজীপুরের কাপাসিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রুমন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের আমরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুমন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার চাঁদপুর এলাকার রমজান আলীর ছেলে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সাহেদ মিয়া (৪০), তার ভাই কাজল মিয়া (৩২) ও একই জেলার গঙ্গাচড়া উপজেলার শাকিল ইসলাম (৫৬)।
ফেনীর সদর উপজেলায় বাসচাপায় চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাড়িপুর বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের মো. হানিফ (৪৫) এবং মাগুরা জেলার বাসিন্দা ও বাখরাবাদ গ্যাস সিস্টেমের টেকনিশিয়ান মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাস।
সাভারের ধামরাইয়ে যাত্রীবাহী বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পিকআপচালক কিশোরগঞ্জের ইটনার আবদুর রব (২৫), ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর রিডারম্যান আনোয়ার হোসেন (৪৫)। নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুমন ভূঁইয়া নামে এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সুমন জিংলাতলী ইউনিয়নের ইটাখোলা গ্রামের আবদুর রহমান ভূঁইয়ার ছেলে।
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোকচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)।
মাগুরা সদর উপজেলায় বাসের ধাক্কায় জনপল সরকার (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনপল ওই এলাকার প্রয়াত বিমল সরকারের ছেলে। তিনি বাটাজোড় খেয়াঘাট বাজারের একজন ফল ব্যবসায়ী।
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. সাদভি (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সাদভির বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নওগাঁর পোরশায় ভটভটি উল্টে রবিউল ইসলাম (১২) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিশা-মাটিন্দর সড়কের মাটিন্দর ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। রবিউল ঘাটনগর কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মেহেরপুরের গাংনীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এটিএন নিউজের কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামুন্দী পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গাংনী বজ্রপুর গ্রামের বাসিন্দা ও এটিএন নিউজের এইচআর বিভাগের সহকারী প্রধান মকবুল হোসেন (২৯) এবং চরগোয়াল গ্রামের আক্তার উজ্জামান (২৮)।
সিরাজগঞ্জের সলঙ্গায় ত্রিমুখী ট্রাকের সংঘর্ষে আতিয়া খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতিয়া খাতুন রাজশাহীর পুঠিয়া উপজেলার সাগর হোসেনের স্ত্রী।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আউয়াল মিয়া (৪৫) শায়েস্তাগঞ্জের নিজগাঁও গ্রামের বাসিন্দা। অপর নিহত চানমিয়ার (২৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৫ আগস্ট, ২০২০ ০০:০০

ঈদের ছুটি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩১ জন প্রাণ হারিয়েছে। এরমধ্যে ঈদযাত্রা ও ছুটিতে নিহত হয়েছে ১৭ জন। গত শনিবার ঈদের দিন সকালে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। রবিবার রাতে নীলফামারীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় নানা-নাতনি নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শরীফ (৩০) ও ফাহিম খান (১৮) নামে দুই যুবক নিহত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরীফ নরসিংদীর বড়বাজার এলাকার আবদুর রউফের ছেলে ও ফাহিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে।
নীলফামারীর কিশোরগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোরংপুরের গঙ্গাচড়ার দক্ষিণ কোলকোন্দ গ্রামের লিটন মিয়ার স্ত্রী রুমা আক্তার (২৬), তার ছেলে আবদুর রাহিম (৪) এবং তার ছোটবোন আদুরী আক্তার (১৯)।
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাইক্রোবাসের ধাক্কায় নানা ও তার নাতনি নিহত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কটিয়াদী-মঠখোলা সড়কের হেলিপ্যাডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার মসূয়া ইউনিয়নের চরবেতাল গ্রামের প্রয়াত ফালু প্রধানের ছেলে মো. আফিল উদ্দিন (৬৫) ও তার নাতনি জালালপুর এলাকার আবু হানিফার মেয়ে নুসরাত (১০)।
এছাড়া রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর, কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী, মাগুরায় বাসের ধাক্কায় এক ফল ব্যবসায়ী, গাজীপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক, গাইবান্ধায় কাভার্ড ভ্যান-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন, ফেনীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী, সাভারে বাস-পিকআপের সংঘর্ষে তিনজন, বাগেরহাটে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন, নওগাঁয় ভটভটি উল্টে এক শিশু, মেহেরপুরে ট্রাকচাপায় দুজন, সিরাজগঞ্জে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক নারী ও হবিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত রবিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাহমুদুর রহমানের বাবা বিল্লাল হোসাইন লালবাগ থানার এসআই হিসেবে কর্মরত।
গাজীপুরের কাপাসিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রুমন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের আমরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুমন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার চাঁদপুর এলাকার রমজান আলীর ছেলে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সাহেদ মিয়া (৪০), তার ভাই কাজল মিয়া (৩২) ও একই জেলার গঙ্গাচড়া উপজেলার শাকিল ইসলাম (৫৬)।
ফেনীর সদর উপজেলায় বাসচাপায় চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাড়িপুর বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের মো. হানিফ (৪৫) এবং মাগুরা জেলার বাসিন্দা ও বাখরাবাদ গ্যাস সিস্টেমের টেকনিশিয়ান মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাস।
সাভারের ধামরাইয়ে যাত্রীবাহী বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পিকআপচালক কিশোরগঞ্জের ইটনার আবদুর রব (২৫), ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর রিডারম্যান আনোয়ার হোসেন (৪৫)। নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুমন ভূঁইয়া নামে এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সুমন জিংলাতলী ইউনিয়নের ইটাখোলা গ্রামের আবদুর রহমান ভূঁইয়ার ছেলে।
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোকচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)।
মাগুরা সদর উপজেলায় বাসের ধাক্কায় জনপল সরকার (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনপল ওই এলাকার প্রয়াত বিমল সরকারের ছেলে। তিনি বাটাজোড় খেয়াঘাট বাজারের একজন ফল ব্যবসায়ী।
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. সাদভি (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সাদভির বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নওগাঁর পোরশায় ভটভটি উল্টে রবিউল ইসলাম (১২) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিশা-মাটিন্দর সড়কের মাটিন্দর ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। রবিউল ঘাটনগর কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মেহেরপুরের গাংনীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এটিএন নিউজের কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামুন্দী পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গাংনী বজ্রপুর গ্রামের বাসিন্দা ও এটিএন নিউজের এইচআর বিভাগের সহকারী প্রধান মকবুল হোসেন (২৯) এবং চরগোয়াল গ্রামের আক্তার উজ্জামান (২৮)।
সিরাজগঞ্জের সলঙ্গায় ত্রিমুখী ট্রাকের সংঘর্ষে আতিয়া খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতিয়া খাতুন রাজশাহীর পুঠিয়া উপজেলার সাগর হোসেনের স্ত্রী।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আউয়াল মিয়া (৪৫) শায়েস্তাগঞ্জের নিজগাঁও গ্রামের বাসিন্দা। অপর নিহত চানমিয়ার (২৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি।