সেপ্টেম্বরের প্রথমার্ধে এক তৃতীয়াংশ রোগী ভারতের
রূপান্তর ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০
সারা বিশ্ব এখন করোনা মহামারীতে বিপর্যস্ত। প্রতিদিনই গড়ে আড়াই লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হচ্ছে ভাইরাসটি। আক্রান্তদের মধ্যে মারাও যাচ্ছে গড়ে প্রায় হাজার পাঁচেক মানুষ। তবে আরোগ্য লাভের সংখ্যা নিতান্ত কম নয়। গড়ে প্রতিদিন প্রায় সোয়া দুই লাখ মানুষ সুস্থ হচ্ছে করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ থেকে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে বিশ্বে যত করোনা রোগী শনাক্ত হয়েছে তার এক-তৃতীয়াংশই হয়েছে ভারতে।
এর মধ্যে গত রবিবার ২৪ ঘণ্টায় বিশ্বে এক দিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ওইদিন বিশ্বে নতুন করে ৩ লাখ ৭ হাজার ৯৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার ৮৫৭। তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, গত ১১ সেপ্টেম্বর এক দিনে বিশ্বে ৩ লাখ ১০ হাজার ৬৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। আর এর আগে গত ৪ সেপ্টেম্বর শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৪ হাজার ৪৮৩ জন।
এদিকে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে বিশ্বে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৮ লাখ ৫ হাজারের বেশি মানুষের শরীরে। গত ৩১ আগস্ট যেখানে বিশ্বে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ২ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৮২২ জন সেখানে গতকাল সন্ধ্যায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৬৩৩ জনে। এই সময়ের মধ্যে প্রতিদিন গড়ে ২ লাখ ৫৩ হাজার ৭২০ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্ব।
আলোচ্য সময়ে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে এই সময়ে ১২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা উল্লিখিত সময়ে বিশ্বের মোট শনাক্ত হওয়া রোগীর প্রায় এক-তৃতীয়াংশ। দেশটিতে আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে ৮৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ৩১ আগস্ট যেখানে দেশটিতে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ৩৬ লাখ ৮৭ হাজার ৯৩৯ জন সেখানে গতকাল সন্ধ্যায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৩৩ হাজার ১৮৮ জনে।
সেপ্টেম্বর প্রথম ১৫ দিনে করোনা আক্রান্তদের মধ্যে আরোগ্য লাভ করেছে ৩৩ লাখ ৭৯ হাজার ৩৭৫ জন। ৩১ আগস্ট যেখানে বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতা লাভ করার সংখ্যা ছিল ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৩৫২ জন সেখানে গতকাল সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১২ লাখ ৯৯ হাজার ৭২৭ জনে। এই সময় প্রতিদিন গড়ে ২ লাখ ২৫ হাজার ২৯১ জন করে করোনা রোগী আরোগ্য লাভ করেছে।
এ ছাড়া আলোচ্য সময়ে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ৭৩ হাজার ৮৯৩ জন। ৩১ আগস্ট শেষে যখন এই রোগে আক্রান্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ৮ লাখ ৫৯ হাজার ৫৫১ জন সেখানে গতকাল এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৩৩ হাজার ৪৪ জনে। আলোচ্য সময়ে গড়ে প্রতিদিন ৪ হাজার ৯২৬ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০

সারা বিশ্ব এখন করোনা মহামারীতে বিপর্যস্ত। প্রতিদিনই গড়ে আড়াই লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হচ্ছে ভাইরাসটি। আক্রান্তদের মধ্যে মারাও যাচ্ছে গড়ে প্রায় হাজার পাঁচেক মানুষ। তবে আরোগ্য লাভের সংখ্যা নিতান্ত কম নয়। গড়ে প্রতিদিন প্রায় সোয়া দুই লাখ মানুষ সুস্থ হচ্ছে করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ থেকে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে বিশ্বে যত করোনা রোগী শনাক্ত হয়েছে তার এক-তৃতীয়াংশই হয়েছে ভারতে।
এর মধ্যে গত রবিবার ২৪ ঘণ্টায় বিশ্বে এক দিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ওইদিন বিশ্বে নতুন করে ৩ লাখ ৭ হাজার ৯৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার ৮৫৭। তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, গত ১১ সেপ্টেম্বর এক দিনে বিশ্বে ৩ লাখ ১০ হাজার ৬৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। আর এর আগে গত ৪ সেপ্টেম্বর শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৪ হাজার ৪৮৩ জন।
এদিকে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে বিশ্বে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৮ লাখ ৫ হাজারের বেশি মানুষের শরীরে। গত ৩১ আগস্ট যেখানে বিশ্বে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ২ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৮২২ জন সেখানে গতকাল সন্ধ্যায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৬৩৩ জনে। এই সময়ের মধ্যে প্রতিদিন গড়ে ২ লাখ ৫৩ হাজার ৭২০ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্ব।
আলোচ্য সময়ে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে এই সময়ে ১২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা উল্লিখিত সময়ে বিশ্বের মোট শনাক্ত হওয়া রোগীর প্রায় এক-তৃতীয়াংশ। দেশটিতে আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে ৮৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ৩১ আগস্ট যেখানে দেশটিতে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ৩৬ লাখ ৮৭ হাজার ৯৩৯ জন সেখানে গতকাল সন্ধ্যায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৩৩ হাজার ১৮৮ জনে।
সেপ্টেম্বর প্রথম ১৫ দিনে করোনা আক্রান্তদের মধ্যে আরোগ্য লাভ করেছে ৩৩ লাখ ৭৯ হাজার ৩৭৫ জন। ৩১ আগস্ট যেখানে বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতা লাভ করার সংখ্যা ছিল ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৩৫২ জন সেখানে গতকাল সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১২ লাখ ৯৯ হাজার ৭২৭ জনে। এই সময় প্রতিদিন গড়ে ২ লাখ ২৫ হাজার ২৯১ জন করে করোনা রোগী আরোগ্য লাভ করেছে।
এ ছাড়া আলোচ্য সময়ে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ৭৩ হাজার ৮৯৩ জন। ৩১ আগস্ট শেষে যখন এই রোগে আক্রান্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ৮ লাখ ৫৯ হাজার ৫৫১ জন সেখানে গতকাল এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৩৩ হাজার ৪৪ জনে। আলোচ্য সময়ে গড়ে প্রতিদিন ৪ হাজার ৯২৬ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।