করোনায় আক্রান্ত হয়ে ফুটবলার নওশেরের মৃত্যু
ক্রীড়া প্রতিবেদক | ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০
করোনায় আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের ফুটবলার নওশেরুজ্জামান (৭২) মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। ফুটবলের পাশাপাশি নওশেরের ছিল দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার। প্রায় ১৭ বছর প্রথম সারির দলগুলোতে খেলেছেন। ক্রিকেটে তিনি মোহামেডানের ওপেনার ব্যাটসম্যান ছিলেন। ফুটবল ক্যারিয়ারে মোহামেডান ছাড়াও খেলেছেন রেলওয়ে, ওয়ারী, ফায়ার সার্ভিস, ওয়াপদার হয়ে। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার প্রথম জানাজা হবে। এরপর মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে চাঁদপুরে তাকে দাফন করা হবে।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০

করোনায় আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের ফুটবলার নওশেরুজ্জামান (৭২) মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। ফুটবলের পাশাপাশি নওশেরের ছিল দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার। প্রায় ১৭ বছর প্রথম সারির দলগুলোতে খেলেছেন। ক্রিকেটে তিনি মোহামেডানের ওপেনার ব্যাটসম্যান ছিলেন। ফুটবল ক্যারিয়ারে মোহামেডান ছাড়াও খেলেছেন রেলওয়ে, ওয়ারী, ফায়ার সার্ভিস, ওয়াপদার হয়ে। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার প্রথম জানাজা হবে। এরপর মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে চাঁদপুরে তাকে দাফন করা হবে।