পোশাকশ্রমিককে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ!
রূপান্তর ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
কাজ শেষে ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাকশ্রমিককে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে গাজীপুর নগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত আমিনুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৩৫) ও বায়েজিদ হোসেনকে (৩০) আটক করেছে। এদিকে এ ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে ওই নারী পোশাকশ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেছেন।
এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। সাভারে কিশোরীকে ধর্ষণের পর ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এবং সুনামগঞ্জে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে
গাজীপুর : কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, মহানগরের সারদাগঞ্জ এলাকার আরব ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানার এক নারীশ্রমিক বুধবার রাতে ছুটির পর বাসায় ফেরার পথে ৫-৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে। পরে ওই পোশাকশ্রমিকের বাড়ির লোকজনকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরকুড়া এলাকার আমিনুল এবং গাজীপুর নগরীর সারদাগঞ্জ এলাকার শাহাদাত ও বায়েজিদকে আটক করে। কাশিমপুর থানার ওসি কুদরত ই খোদা জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। ভুক্তভোগী ওই নারীশ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর ৭নং ওয়ার্ডস্থ কদমতলী উত্তরপাড়ার গ্যাসলাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আলীরচরের মো. নাছির (১৯), ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ শিফা ফকিরের হাটের এনায়েত হোসেন (১৬), যশোরের কোতোয়ালি থানার নারন গালীর মো. উজ্জ্বল (১৫) ও পটুয়াখালীর বাউফল থানার সিটকা এলাকার আরিফুল ইসলাম (১৬)।
জানা যায়, ওই ছাত্রী দেশের বাড়ি ভোলার চরফ্যাশনে থেকে পড়াশোনা করত। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বাবা-মায়ের সঙ্গে কদমতলী গ্যাসলাইন এলাকায় বসবাস করছে। বুধবার বিকেলে নাছিরের বাসার সামনে খেলাধুলার সময় সে মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় এনায়েত, উজ্জ্বল ও আরিফুল দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ বছরের কিশোরীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় বিল্লাল হোসেন নামে একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা এ আদেশ দেন।
এর আগে বুধবার দুপুরে ওই কিশোরী বিল্লালসহ পাঁচজনের নামে দোয়ারাবাজার থানায় মামলা করে। উপজেলার খাইরগাঁও গ্রামের ওই কিশোরী গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঘরের বাইরে বেরোলে তিন যুবক পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
সাভার : সাভার পৌর এলাকার ভাগলপুর হিন্দুপাড়া মহল্লায় এক কিশোরীকে (১২) ধর্ষণ এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজামুদ্দিন সরদার ওরফে মিজান (৩০) ও তার সহযোগী বাড়ির মালিক শরিফুল ইসলামের (৩৩) বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। সাভার মডেল থানার এসআই হামিদুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনার পর তা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে কারা মীমাংসার চেষ্টা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

কাজ শেষে ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাকশ্রমিককে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে গাজীপুর নগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত আমিনুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৩৫) ও বায়েজিদ হোসেনকে (৩০) আটক করেছে। এদিকে এ ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে ওই নারী পোশাকশ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেছেন।
এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। সাভারে কিশোরীকে ধর্ষণের পর ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এবং সুনামগঞ্জে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে
গাজীপুর : কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, মহানগরের সারদাগঞ্জ এলাকার আরব ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানার এক নারীশ্রমিক বুধবার রাতে ছুটির পর বাসায় ফেরার পথে ৫-৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে। পরে ওই পোশাকশ্রমিকের বাড়ির লোকজনকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরকুড়া এলাকার আমিনুল এবং গাজীপুর নগরীর সারদাগঞ্জ এলাকার শাহাদাত ও বায়েজিদকে আটক করে। কাশিমপুর থানার ওসি কুদরত ই খোদা জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। ভুক্তভোগী ওই নারীশ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর ৭নং ওয়ার্ডস্থ কদমতলী উত্তরপাড়ার গ্যাসলাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আলীরচরের মো. নাছির (১৯), ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ শিফা ফকিরের হাটের এনায়েত হোসেন (১৬), যশোরের কোতোয়ালি থানার নারন গালীর মো. উজ্জ্বল (১৫) ও পটুয়াখালীর বাউফল থানার সিটকা এলাকার আরিফুল ইসলাম (১৬)।
জানা যায়, ওই ছাত্রী দেশের বাড়ি ভোলার চরফ্যাশনে থেকে পড়াশোনা করত। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বাবা-মায়ের সঙ্গে কদমতলী গ্যাসলাইন এলাকায় বসবাস করছে। বুধবার বিকেলে নাছিরের বাসার সামনে খেলাধুলার সময় সে মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় এনায়েত, উজ্জ্বল ও আরিফুল দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ বছরের কিশোরীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় বিল্লাল হোসেন নামে একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা এ আদেশ দেন।
এর আগে বুধবার দুপুরে ওই কিশোরী বিল্লালসহ পাঁচজনের নামে দোয়ারাবাজার থানায় মামলা করে। উপজেলার খাইরগাঁও গ্রামের ওই কিশোরী গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঘরের বাইরে বেরোলে তিন যুবক পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
সাভার : সাভার পৌর এলাকার ভাগলপুর হিন্দুপাড়া মহল্লায় এক কিশোরীকে (১২) ধর্ষণ এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজামুদ্দিন সরদার ওরফে মিজান (৩০) ও তার সহযোগী বাড়ির মালিক শরিফুল ইসলামের (৩৩) বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। সাভার মডেল থানার এসআই হামিদুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনার পর তা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে কারা মীমাংসার চেষ্টা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।