ত্রাণের চাল বিক্রির অভিযোগ
দুমকিতে ইউপি চেয়ারম্যানসহ দুই সদস্য বরখাস্ত
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
ত্রাণের চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলার ৩ নম্বর মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাফর উল্লাহসহ দুই ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও মো. জাহিদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত আদেশে ১৯ অক্টোবর সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত দুই সদস্য হলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলাম।
আদেশে বলা হয়, ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ ও দুই ইউপি সদস্য যোগসাজশে হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চাল আত্মসাৎপূর্বক কালোবাজারে বিক্রির অভিযোগে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই আদেশে তাদের চূড়ান্তভাবে কেন বরখাস্ত করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৫ অক্টোবর মুরাদিয়া ইউনিয়ন পরিষদ গুদাম থেকে আত্মসাৎকৃত ত্রাণের চাল বিক্রি ও অটোবাইকে পাচারকালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে দুমকির ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান তাৎক্ষনিক ঘটনাস্থলে হাজির হন এবং ১৫ বস্তা ত্রাণের চাল জব্দ করেন। এ ব্যাপারে ওই দিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য পলাতক রয়েছেন।
শেয়ার করুন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

ত্রাণের চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলার ৩ নম্বর মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাফর উল্লাহসহ দুই ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও মো. জাহিদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত আদেশে ১৯ অক্টোবর সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত দুই সদস্য হলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলাম।
আদেশে বলা হয়, ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ ও দুই ইউপি সদস্য যোগসাজশে হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চাল আত্মসাৎপূর্বক কালোবাজারে বিক্রির অভিযোগে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই আদেশে তাদের চূড়ান্তভাবে কেন বরখাস্ত করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৫ অক্টোবর মুরাদিয়া ইউনিয়ন পরিষদ গুদাম থেকে আত্মসাৎকৃত ত্রাণের চাল বিক্রি ও অটোবাইকে পাচারকালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে দুমকির ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান তাৎক্ষনিক ঘটনাস্থলে হাজির হন এবং ১৫ বস্তা ত্রাণের চাল জব্দ করেন। এ ব্যাপারে ওই দিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য পলাতক রয়েছেন।