অ্যান্টিজেন টেস্ট নিয়ে প্রশ্ন বাড়ছে
রূপান্তর ডেস্ক | ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০
বিশ্বজুড়ে শুরু হয়েছে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ। চলতি নভেম্বর মাসের প্রথম ১২ দিনেই ২১৬টি দেশ ও অঞ্চলে নতুন করে ৬৬ লাখ ৫২ হাজার ২৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই হিসাবে আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ লাখের বেশি করে রোগী শনাক্ত হয়েছে বিশ্বে। এখন এত বেশি রোগী শনাক্ত হওয়ার পেছেনে রোগের প্রকোপ বৃদ্ধির যেমন ভূমিকা আছে তেমনি আছে ভাইরাস শনাক্তের পরীক্ষারও। শুরু দিকে করোনা শনাক্তে বেশিরভাগ ক্ষেত্রেই পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষা করা হলেও এখনো অনেকে দেশেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। ঘরে বসে দ্রুত সময়ে এই পরীক্ষা করা যায় বলেই এর ব্যবহার বেড়েছে, ফলত বেড়েছে রোগীও। তবে এই পরীক্ষার ফলের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন ছিল গোড়া থেকেই। এবার সেই প্রশ্ন আরও উসকে দিল প্রযুক্তির বরপুত্র খ্যাত ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের এই প্রধান নির্বাহী জানালেন, তিনি এক দিনে চারটি অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা করিয়ে চার রকমের ফল পেয়েছেন।
গত বৃহস্পতিবার চারবার অ্যান্টিজেন টেস্টে অংশ নিয়ে দুইবার ফল পজিটিভ এবং দুইবার নেগেটিভ এসেছে বলে দাবি করেছেন ইলন মাস্ক। অ্যান্টিজেন টেস্টের ফলে আস্থাহীন মাস্ক এখন পিসিআর পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন। তিনি বৃহস্পতিবারই কভিড-১৯ শনাক্তে পিসিআর পরীক্ষা করিয়েছেন।
বৃহস্পতিবার এক টুইটে মাস্ক বলেছেন, ভয়াবহ ভুয়া কিছু চলছে। আজ চারবার কভিড শনাক্তে পরীক্ষা করিয়েছি। দ্ইুবার নেগেটিভ এসেছে, দুইবার পজিটিভ। একই যন্ত্র, একই পরীক্ষা, একই নার্স। এটা বিডির র্যাপিড অ্যান্টিজেন টেস্ট।
তার টুইটে যে কোম্পানির কথা বলা হয়েছে, সেটি সম্ভবত বেকটন ডিকিনসন অ্যান্ড কোম্পানির বিডিএক্স.এন র্যাপিড টেস্ট বলে ধারণা রয়টার্সের। তবে টেসলার এ প্রধান নির্বাহীর বৃহস্পতিবারের টুইট নিয়ে বেকটন ডিকিনসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
দেহে করোনাভাইরাসের কোনো উপসর্গ আছে কি না, এক টুইটার ব্যবহারকারীর এমন এক প্রশ্নের জবাবে মাস্ক তার ‘সাধারণ ঠাণ্ডার’ উপসর্গ থাকার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু নেই।
সেপ্টেম্বরে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার সরঞ্জামের কারণে ভুয়া পজিটিভ ফল আসছেযুক্তরাষ্ট্রের নার্সিং হোমগুলোর এমন অভিযোগের প্রেক্ষিতে অ্যান্টিজেন টেস্ট কিটের অন্যতম বৃহৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বেকটন ডিকিনসন বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিল।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনও কভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট ভুয়া পজিটিভ ফল দিতে পারে বলে বিভিন্ন ক্লিনিক্যাল ল্যাবরেটরির কর্মী ও স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে গতকাল বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিশ্বের ২১৬টি দেশ ও অঞ্চলে শনাক্ত হওয়া মোট করোনা রোগী সংখ্যা ছাড়িয়ে ৫ কোটি ৩২ লাখ ৫৬ হাজার। এই সময় পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ লাখ ২ হাজারের বেশি মানুষের। এই সময়ের মধ্যে অবশ্য ৩ কোটি ৭৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ আরোগ্য লাভ করেছে করোনা ভাইরাসজনিত রোগ কভিড-১৯ থেকে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০

বিশ্বজুড়ে শুরু হয়েছে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ। চলতি নভেম্বর মাসের প্রথম ১২ দিনেই ২১৬টি দেশ ও অঞ্চলে নতুন করে ৬৬ লাখ ৫২ হাজার ২৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই হিসাবে আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ লাখের বেশি করে রোগী শনাক্ত হয়েছে বিশ্বে। এখন এত বেশি রোগী শনাক্ত হওয়ার পেছেনে রোগের প্রকোপ বৃদ্ধির যেমন ভূমিকা আছে তেমনি আছে ভাইরাস শনাক্তের পরীক্ষারও। শুরু দিকে করোনা শনাক্তে বেশিরভাগ ক্ষেত্রেই পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষা করা হলেও এখনো অনেকে দেশেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। ঘরে বসে দ্রুত সময়ে এই পরীক্ষা করা যায় বলেই এর ব্যবহার বেড়েছে, ফলত বেড়েছে রোগীও। তবে এই পরীক্ষার ফলের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন ছিল গোড়া থেকেই। এবার সেই প্রশ্ন আরও উসকে দিল প্রযুক্তির বরপুত্র খ্যাত ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের এই প্রধান নির্বাহী জানালেন, তিনি এক দিনে চারটি অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা করিয়ে চার রকমের ফল পেয়েছেন।
গত বৃহস্পতিবার চারবার অ্যান্টিজেন টেস্টে অংশ নিয়ে দুইবার ফল পজিটিভ এবং দুইবার নেগেটিভ এসেছে বলে দাবি করেছেন ইলন মাস্ক। অ্যান্টিজেন টেস্টের ফলে আস্থাহীন মাস্ক এখন পিসিআর পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন। তিনি বৃহস্পতিবারই কভিড-১৯ শনাক্তে পিসিআর পরীক্ষা করিয়েছেন।
বৃহস্পতিবার এক টুইটে মাস্ক বলেছেন, ভয়াবহ ভুয়া কিছু চলছে। আজ চারবার কভিড শনাক্তে পরীক্ষা করিয়েছি। দ্ইুবার নেগেটিভ এসেছে, দুইবার পজিটিভ। একই যন্ত্র, একই পরীক্ষা, একই নার্স। এটা বিডির র্যাপিড অ্যান্টিজেন টেস্ট।
তার টুইটে যে কোম্পানির কথা বলা হয়েছে, সেটি সম্ভবত বেকটন ডিকিনসন অ্যান্ড কোম্পানির বিডিএক্স.এন র্যাপিড টেস্ট বলে ধারণা রয়টার্সের। তবে টেসলার এ প্রধান নির্বাহীর বৃহস্পতিবারের টুইট নিয়ে বেকটন ডিকিনসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
দেহে করোনাভাইরাসের কোনো উপসর্গ আছে কি না, এক টুইটার ব্যবহারকারীর এমন এক প্রশ্নের জবাবে মাস্ক তার ‘সাধারণ ঠাণ্ডার’ উপসর্গ থাকার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু নেই।
সেপ্টেম্বরে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার সরঞ্জামের কারণে ভুয়া পজিটিভ ফল আসছেযুক্তরাষ্ট্রের নার্সিং হোমগুলোর এমন অভিযোগের প্রেক্ষিতে অ্যান্টিজেন টেস্ট কিটের অন্যতম বৃহৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বেকটন ডিকিনসন বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিল।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনও কভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট ভুয়া পজিটিভ ফল দিতে পারে বলে বিভিন্ন ক্লিনিক্যাল ল্যাবরেটরির কর্মী ও স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে গতকাল বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিশ্বের ২১৬টি দেশ ও অঞ্চলে শনাক্ত হওয়া মোট করোনা রোগী সংখ্যা ছাড়িয়ে ৫ কোটি ৩২ লাখ ৫৬ হাজার। এই সময় পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ লাখ ২ হাজারের বেশি মানুষের। এই সময়ের মধ্যে অবশ্য ৩ কোটি ৭৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ আরোগ্য লাভ করেছে করোনা ভাইরাসজনিত রোগ কভিড-১৯ থেকে।