পাকিস্তানকে কটাক্ষ মোদির
সম্প্রসারণবাদের বিরুদ্ধে ভারত
রূপান্তর ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার দিওয়ালি উৎসব উপলক্ষে জয়সলমীরের লঙ্গেওয়ালা সীমান্তে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান। সেখানে সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে যথাযথ উত্তর দেওয়া হবে। ভারত সম্প্রসারণবাদের বিরুদ্ধে।’
এর আগেও মোদি দিওয়ালির সময় সীমান্তে সেনাসদস্যদের সঙ্গে কাটিয়েছিলেন। কিন্তু এবারের সফর অন্যবারের তুলনায় কিছুটা ভিন্ন। কারণ সম্প্রতি সীমান্তে ভারত-পাকিস্তান সীমান্তে উভয়পক্ষের গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এমন অবস্থায় সৈন্যদের মনোবল বৃদ্ধির জন্যই মোদি জয়সলমীরের পাকিস্তান সীমান্তে সফর করলেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মোদি বলেন, ‘একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। তবে লঙ্গেওয়ালা সীমান্তের কথা মানুষের মুখে থাকে। লঙ্গেওয়ালার লড়াইয়ের ইতিহাস প্রত্যেক ভারতীয়র স্মৃতিতে উজ্জ্বল। সবাই জানে, জো বলে সো নিহাল, সত শ্রী আকাল ধ্বনির কথা।’ তিনি আরও বলেন, ‘ভারত এখন সম্প্রসারণবাদের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বরে পরিণত হয়েছে। ভারতীয় সেনারা তাদের (পাকিস্তান) সন্ত্রাসীদের ডেরায় আঘাত হেনেছে।’ হামলার উদাহরণ হিসেবে তিনি সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করেন।
গত শুক্রবার কাশ্মীর সীমান্তের কেরান সেক্টরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলা নিক্ষেপের ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার দিওয়ালি উৎসব উপলক্ষে জয়সলমীরের লঙ্গেওয়ালা সীমান্তে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান। সেখানে সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে যথাযথ উত্তর দেওয়া হবে। ভারত সম্প্রসারণবাদের বিরুদ্ধে।’
এর আগেও মোদি দিওয়ালির সময় সীমান্তে সেনাসদস্যদের সঙ্গে কাটিয়েছিলেন। কিন্তু এবারের সফর অন্যবারের তুলনায় কিছুটা ভিন্ন। কারণ সম্প্রতি সীমান্তে ভারত-পাকিস্তান সীমান্তে উভয়পক্ষের গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এমন অবস্থায় সৈন্যদের মনোবল বৃদ্ধির জন্যই মোদি জয়সলমীরের পাকিস্তান সীমান্তে সফর করলেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মোদি বলেন, ‘একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। তবে লঙ্গেওয়ালা সীমান্তের কথা মানুষের মুখে থাকে। লঙ্গেওয়ালার লড়াইয়ের ইতিহাস প্রত্যেক ভারতীয়র স্মৃতিতে উজ্জ্বল। সবাই জানে, জো বলে সো নিহাল, সত শ্রী আকাল ধ্বনির কথা।’ তিনি আরও বলেন, ‘ভারত এখন সম্প্রসারণবাদের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বরে পরিণত হয়েছে। ভারতীয় সেনারা তাদের (পাকিস্তান) সন্ত্রাসীদের ডেরায় আঘাত হেনেছে।’ হামলার উদাহরণ হিসেবে তিনি সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করেন।
গত শুক্রবার কাশ্মীর সীমান্তের কেরান সেক্টরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলা নিক্ষেপের ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক।