ডেঙ্গুতে নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীরের মৃত্যু
নড়াইল প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু জানান, ১৮ নভেম্বর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। তখন তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে নড়াইল থেকে রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। ডেঙ্গু জটিলতার কারণেই এক সপ্তাহ পর তিনি মারা যান।
জাহাঙ্গীর বিশ্বাস ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নড়াইল পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে ১১ হাজার ২৪৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্র্ডের (ভওয়াখালী) দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।
২০১৯ সালের ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ ছাড়া ২৫ বছর ধরে নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেন, ‘নড়াইলে আওয়ামী লীগের ক্রান্তিকালে মেয়র জাহাঙ্গীর হোসেন শ্রমিক নেতা এবং আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সাহসী ভূমিকা পালন করেছেন। দলকে সংগঠিত করেছেন। তিনি অত্যন্ত হাসিখুশি এবং একজন ত্যাগী নেতা ছিলেন। জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ’
এদিকে জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সাংসদ ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, নড়াইল প্রেস ক্লাব, নড়াইল শিল্প ও বণিক সমিতিসহ জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
শেয়ার করুন
নড়াইল প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু জানান, ১৮ নভেম্বর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। তখন তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে নড়াইল থেকে রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। ডেঙ্গু জটিলতার কারণেই এক সপ্তাহ পর তিনি মারা যান।
জাহাঙ্গীর বিশ্বাস ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নড়াইল পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে ১১ হাজার ২৪৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্র্ডের (ভওয়াখালী) দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।
২০১৯ সালের ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ ছাড়া ২৫ বছর ধরে নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেন, ‘নড়াইলে আওয়ামী লীগের ক্রান্তিকালে মেয়র জাহাঙ্গীর হোসেন শ্রমিক নেতা এবং আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সাহসী ভূমিকা পালন করেছেন। দলকে সংগঠিত করেছেন। তিনি অত্যন্ত হাসিখুশি এবং একজন ত্যাগী নেতা ছিলেন। জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ’
এদিকে জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সাংসদ ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, নড়াইল প্রেস ক্লাব, নড়াইল শিল্প ও বণিক সমিতিসহ জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।