নির্বাচিত হলে বিশেষায়িত করোনা হাসপাতাল করব
চট্টগ্রাম ব্যুরো | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয় পেলে একটি আধুনিক বিশেষায়িত করোনা হাসপাতাল ও একটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম এখনো করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে, এটি দীর্ঘস্থায়ী হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামে ক্যানসার রোগীও দিন দিন বেড়ে যাচ্ছে। আমি মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চট্টগ্রামে একটি আধুনিক বিশেষায়িত করোনা মহামারী হাসপাতাল এবং একটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করব।
গতকাল বেলা ৩টায় নগরীর পাহাড়তলী আমবাগান জনতা ব্যাংকের সামনে থেকে ড. শাহাদাত গণসংযোগ শুরু করে ফ্লোরাপাস রোড, সর্দারনগর, ঝাউতলা বাজার, ঝাউতলা কলোনি, ওয়্যারলেস মোড় হয়ে সেগুনবাগান এলাকায় এসে পথসভায় মিলিত হন। এর আগে তিনি ওয়্যারলেস মোড়ে ধানের শীষ প্রতীক ও কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলালের ঘুড়ি প্রতীক এবং মহিলা কাউন্সিলর প্রার্থী ছখিনা বেগমের মোবাইল প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
ধানের শীষের মেয়র প্রার্থী বলেন, জয়ী হলে চসিকের অধীনে নগরীতে যে ৫৬টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫টি হাসপাতাল রয়েছে সেগুলোকে উন্নত, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সংস্কার করার পরিকল্পনা আছে আমার। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মা-শিশু এবং বয়স্কদের জন্য রোগ নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা, শিশুদের জন্য ছয়-সাত বেডের এনআইসিইউ চালু করার পরিকল্পনাও রয়েছে।
গতকালের নির্বাচনী গণসংযোগে তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এস কে হুদা তোতন, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মাস্টার, সাধারণ সম্পাদক এসএম আজাদ, মহিলা কাউন্সিলর প্রার্থী ছখিনা বেগম প্রমুখ।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয় পেলে একটি আধুনিক বিশেষায়িত করোনা হাসপাতাল ও একটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম এখনো করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে, এটি দীর্ঘস্থায়ী হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামে ক্যানসার রোগীও দিন দিন বেড়ে যাচ্ছে। আমি মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চট্টগ্রামে একটি আধুনিক বিশেষায়িত করোনা মহামারী হাসপাতাল এবং একটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করব।
গতকাল বেলা ৩টায় নগরীর পাহাড়তলী আমবাগান জনতা ব্যাংকের সামনে থেকে ড. শাহাদাত গণসংযোগ শুরু করে ফ্লোরাপাস রোড, সর্দারনগর, ঝাউতলা বাজার, ঝাউতলা কলোনি, ওয়্যারলেস মোড় হয়ে সেগুনবাগান এলাকায় এসে পথসভায় মিলিত হন। এর আগে তিনি ওয়্যারলেস মোড়ে ধানের শীষ প্রতীক ও কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলালের ঘুড়ি প্রতীক এবং মহিলা কাউন্সিলর প্রার্থী ছখিনা বেগমের মোবাইল প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
ধানের শীষের মেয়র প্রার্থী বলেন, জয়ী হলে চসিকের অধীনে নগরীতে যে ৫৬টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫টি হাসপাতাল রয়েছে সেগুলোকে উন্নত, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সংস্কার করার পরিকল্পনা আছে আমার। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মা-শিশু এবং বয়স্কদের জন্য রোগ নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা, শিশুদের জন্য ছয়-সাত বেডের এনআইসিইউ চালু করার পরিকল্পনাও রয়েছে।
গতকালের নির্বাচনী গণসংযোগে তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এস কে হুদা তোতন, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মাস্টার, সাধারণ সম্পাদক এসএম আজাদ, মহিলা কাউন্সিলর প্রার্থী ছখিনা বেগম প্রমুখ।