নাটোরে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই নিহত
রূপান্তর ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
নাটোর সদরে ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ পাল (৪৩) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের বড়হরিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষ্ণুপদ বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামের অমূল্য পালের ছেলে ও নাটোর কোর্ট পুলিশে কর্মরত ছিলেন।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) মো. আবদুল মতিন জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ লাইনস থেকে বের হয়ে হেঁটে শহরের দিকে আসছিলেন বিষ্ণুপদ। পথে বড়হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ লাইনসের গেটে অবস্থানরত পুলিশ সদস্যদের জানায় দুই শিশু। পরে খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দুর্ঘটনায় দায়ী ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে।
এদিকে বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন দিনের এক নবজাতক নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটির মা, চাচা ও নানিসহ সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, গতকাল দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা বাসটি যাত্রীদের নিয়ে বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বরিশালের বাবুগঞ্জের রামপট্টি নামক স্থানে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ওই নবজাতক ঘটনাস্থলেই মারা যায়। বরিশাল বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম জানান, দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এ ছাড়া সাভারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সালমা আক্তার (৪৮) নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেলচালক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুস সালাম। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার রাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, দুপুরে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকার সিএমএইচ হাসপাতালে যাচ্ছিলেন সালাম। পথে সাভারের বলিয়াপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সালমা আক্তারের মৃত্যু হয়। সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
রূপগঞ্জে ট্রাকচাপায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ আহত ১২ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিবাহী একটি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গূহ ও সাধারণ সম্পাদক আফজল রহমান বাবুসহ ১২ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কর্নগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল সকালে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একটি মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এসিএস টেক্সটাইলের সামনে পৌঁছালে রাস্তার ঢালু দিয়ে সড়কে উঠা বেপরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে সভাপতি নির্মল রঞ্জন ও সাধারণ সম্পাদক আফজল রহমানসহ ১২ নেতাকর্মী আহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। দুর্ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

নাটোর সদরে ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ পাল (৪৩) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের বড়হরিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষ্ণুপদ বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামের অমূল্য পালের ছেলে ও নাটোর কোর্ট পুলিশে কর্মরত ছিলেন।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) মো. আবদুল মতিন জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ লাইনস থেকে বের হয়ে হেঁটে শহরের দিকে আসছিলেন বিষ্ণুপদ। পথে বড়হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ লাইনসের গেটে অবস্থানরত পুলিশ সদস্যদের জানায় দুই শিশু। পরে খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দুর্ঘটনায় দায়ী ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে।
এদিকে বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন দিনের এক নবজাতক নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটির মা, চাচা ও নানিসহ সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, গতকাল দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা বাসটি যাত্রীদের নিয়ে বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বরিশালের বাবুগঞ্জের রামপট্টি নামক স্থানে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ওই নবজাতক ঘটনাস্থলেই মারা যায়। বরিশাল বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম জানান, দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এ ছাড়া সাভারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সালমা আক্তার (৪৮) নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেলচালক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুস সালাম। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার রাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, দুপুরে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকার সিএমএইচ হাসপাতালে যাচ্ছিলেন সালাম। পথে সাভারের বলিয়াপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সালমা আক্তারের মৃত্যু হয়। সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
রূপগঞ্জে ট্রাকচাপায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ আহত ১২ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিবাহী একটি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গূহ ও সাধারণ সম্পাদক আফজল রহমান বাবুসহ ১২ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কর্নগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল সকালে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একটি মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এসিএস টেক্সটাইলের সামনে পৌঁছালে রাস্তার ঢালু দিয়ে সড়কে উঠা বেপরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে সভাপতি নির্মল রঞ্জন ও সাধারণ সম্পাদক আফজল রহমানসহ ১২ নেতাকর্মী আহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। দুর্ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।