গ্রামে হামলা ভাঙচুর
দায়িত্বে অবহেলা শাল্লার ওসি সাময়িক বরখাস্ত
সুনামগঞ্জ প্রতিনিধি | ৮ এপ্রিল, ২০২১ ০০:০০
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দিরাই থানা ওসি আশরাফুল ইসলামকে সেখানে বদলি করা হয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশিত করে জানান, শাল্লার নোয়াগাঁয়ে মামুনুল হক সমর্থকদের হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্তে পাওয়ায় ওসি নাজমুল হককে সাময়িক বহিষ্কার করে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে এবং দিরাই থানার ওসিকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।
গত ১৭ মার্চ ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গেল বুধবার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে সংখ্যালঘুদের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষের বিরুদ্ধে দুটি মামলা হয়। মামলায় প্রধান আসামি স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হামলার ঘটনায় ফেইসবুকে পোস্ট দেওয়া যুবক ঝুমন দাশের মা নীভা রানি দাশ আদালতে আরও একটি মামলা করেছেন।
শেয়ার করুন
সুনামগঞ্জ প্রতিনিধি | ৮ এপ্রিল, ২০২১ ০০:০০

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দিরাই থানা ওসি আশরাফুল ইসলামকে সেখানে বদলি করা হয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশিত করে জানান, শাল্লার নোয়াগাঁয়ে মামুনুল হক সমর্থকদের হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্তে পাওয়ায় ওসি নাজমুল হককে সাময়িক বহিষ্কার করে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে এবং দিরাই থানার ওসিকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।
গত ১৭ মার্চ ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গেল বুধবার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে সংখ্যালঘুদের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষের বিরুদ্ধে দুটি মামলা হয়। মামলায় প্রধান আসামি স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হামলার ঘটনায় ফেইসবুকে পোস্ট দেওয়া যুবক ঝুমন দাশের মা নীভা রানি দাশ আদালতে আরও একটি মামলা করেছেন।