২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ২০ অক্টোবর, ২০২১ ০০:০০
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৬৯ জন আর মারা গেছে ৭ জন। এ নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় শনাক্ত হলো ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন এবং মারা গেছে ২৭ হাজার ৭৮৫ জন। একই সময়ে সুস্থ হয়েছে ৬৯৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্যমতে, তিন দিন ধরে করোনা রোগী শনাক্তের দৈনিক হার ২ শতাংশের নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা আবারও বেড়ে ২ দশমিক ২০ শতাংশ হয়েছে। এর আগে গত শনিবার চলতি বছরে প্রথম দিনের মতো দৈনিক শনাক্তের হার নেমে আসে ২ শতাংশের নিচে। তার পর থেকে গত সোমবার পর্যন্ত শনাক্তের হার টানা তিন দিন ধরে দুইয়ের নিচেই ছিল। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৫ জন আর নারী ২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছে ১৭ হাজার ৭৯৮ জন আর নারী ৯ হাজার ৯৮৭ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন। আর এই ৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছে ৩ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন আর খুলনা ও রংপুর বিভাগের আছে একজন করে। মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর একজন মারা গেছে বেসরকারি হাসপাতালে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ অক্টোবর, ২০২১ ০০:০০

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৬৯ জন আর মারা গেছে ৭ জন। এ নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় শনাক্ত হলো ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন এবং মারা গেছে ২৭ হাজার ৭৮৫ জন। একই সময়ে সুস্থ হয়েছে ৬৯৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্যমতে, তিন দিন ধরে করোনা রোগী শনাক্তের দৈনিক হার ২ শতাংশের নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা আবারও বেড়ে ২ দশমিক ২০ শতাংশ হয়েছে। এর আগে গত শনিবার চলতি বছরে প্রথম দিনের মতো দৈনিক শনাক্তের হার নেমে আসে ২ শতাংশের নিচে। তার পর থেকে গত সোমবার পর্যন্ত শনাক্তের হার টানা তিন দিন ধরে দুইয়ের নিচেই ছিল। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৫ জন আর নারী ২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছে ১৭ হাজার ৭৯৮ জন আর নারী ৯ হাজার ৯৮৭ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন। আর এই ৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছে ৩ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন আর খুলনা ও রংপুর বিভাগের আছে একজন করে। মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর একজন মারা গেছে বেসরকারি হাসপাতালে।