সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয়
রূপান্তর ডেস্ক | ২০ অক্টোবর, ২০২১ ০০:০০
কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসী ঘটনার পর চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সারা দেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে ক্ষমাসীন দল আওয়ামী লীগ। সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সমাবেশ থেকে বক্তারা বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত না ভাঙা পর্যন্ত আওয়ামী লীগ মাঠ ছাড়বে না।
রাজধানী : সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানী ঢাকায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে ঘোষিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশের সব জেলা, মহানগর, উপজেলায়ও এই কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে গতকাল সকালে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেøাগান দিয়ে, মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে সমবেত হন। বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, নুর হোসেন স্কয়ার (জিরো পয়েন্ট) লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেøাগান দিতে থাকেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশের সচেতন মানুষকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে তা প্রতিহত করার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।’
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিম-লীর সদস্য ড. আবদুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম ও আফজাল হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আউয়াল শামীম, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগের সমাবেশ ও শোভাযাত্রার পর যুবলীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনও পৃথক সমাবেশ করে।
ঢাকার বাইরে সম্প্রীতি সমাবেশ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ। এতে দলটির বিভিন্ন অঙ্গসংগঠন অংশ নেয়।
চট্টগ্রামে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে দুপুর ১২টায় নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে তা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নিয়ে নেতারা বলেন, দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির, পূজাম-পে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত না ভাঙা পর্যন্ত আওয়ামী লীগ মাঠ ছাড়বে না। সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন ও নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলসহ নেতারা শোভাযাত্রায় অংশ নেন।
কুমিল্লাার মুরাদনগরে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে শান্তি শোভাযাত্রা করেন দলের নেতারা।
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ হয়েছে। চৌদ্দগ্রাম বাজারে স্থানীয় এমপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এদিকে নোয়াখালী পৌরসভা প্রাঙ্গণে আয়োজন করা হয় সার্বিক আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা। জেলা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ দিলওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদ উল্লাহ খান সোহেল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন। সভায় পৌর এলাকার শতাধিক মসজিদের কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিস্টান ধর্মযাজকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সভায় সারা দেশে মন্দিরে হামলা ও হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
সিরাজগঞ্জে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা হয়েছে। গতকাল দুপুর ১২টায় নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহে সাম্প্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে জঙ্গিবাদ ও ধর্মহীনদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন আইনজীবীরা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে আইনজীবী সমিতির নেতারা অংশ নেন।
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এতে অংশ নেন।
ঝালকাঠিতে ‘যদি তুমি মানুষ হও, ধর্মান্ধতা রুখে দাও’ সে্লাগান সামনে রেখে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুর ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় পরিবহন চত্বর থেকে শান্তি শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
নীলফামারীতে সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে ‘সম্প্রীতির বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনা গড়ছে দেশ’ স্লোগানে এই কর্মসূচি পালন করা হয়।
বাগেরহাটে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। গতকাল বিকেল পৌনে ৫টায় শহরের রেল রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধনার মোড়ে গিয়ে শেষ হয়।
গোপালগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ। সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্ব শান্তি শোভাযাত্রাটি বের হয়। কোটালীপাড়া উপজেলায়ও সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা হয়েছে। টুঙ্গিপাড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ।
মাদারীপুরে শান্তি শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
গাজীপুরের কাপাসিয়ায় সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। কাপাসিয়া বাজারের পুরনো বাসস্ট্যান্ড মোড়ে এ সমাবেশ হয়।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২০ অক্টোবর, ২০২১ ০০:০০

কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসী ঘটনার পর চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সারা দেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে ক্ষমাসীন দল আওয়ামী লীগ। সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সমাবেশ থেকে বক্তারা বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত না ভাঙা পর্যন্ত আওয়ামী লীগ মাঠ ছাড়বে না।
রাজধানী : সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানী ঢাকায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে ঘোষিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশের সব জেলা, মহানগর, উপজেলায়ও এই কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে গতকাল সকালে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেøাগান দিয়ে, মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে সমবেত হন। বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, নুর হোসেন স্কয়ার (জিরো পয়েন্ট) লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেøাগান দিতে থাকেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশের সচেতন মানুষকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে তা প্রতিহত করার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।’
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিম-লীর সদস্য ড. আবদুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম ও আফজাল হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আউয়াল শামীম, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগের সমাবেশ ও শোভাযাত্রার পর যুবলীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনও পৃথক সমাবেশ করে।
ঢাকার বাইরে সম্প্রীতি সমাবেশ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ। এতে দলটির বিভিন্ন অঙ্গসংগঠন অংশ নেয়।
চট্টগ্রামে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে দুপুর ১২টায় নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে তা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নিয়ে নেতারা বলেন, দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির, পূজাম-পে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত না ভাঙা পর্যন্ত আওয়ামী লীগ মাঠ ছাড়বে না। সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন ও নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলসহ নেতারা শোভাযাত্রায় অংশ নেন।
কুমিল্লাার মুরাদনগরে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে শান্তি শোভাযাত্রা করেন দলের নেতারা।
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ হয়েছে। চৌদ্দগ্রাম বাজারে স্থানীয় এমপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এদিকে নোয়াখালী পৌরসভা প্রাঙ্গণে আয়োজন করা হয় সার্বিক আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা। জেলা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ দিলওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদ উল্লাহ খান সোহেল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন। সভায় পৌর এলাকার শতাধিক মসজিদের কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিস্টান ধর্মযাজকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সভায় সারা দেশে মন্দিরে হামলা ও হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
সিরাজগঞ্জে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা হয়েছে। গতকাল দুপুর ১২টায় নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহে সাম্প্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে জঙ্গিবাদ ও ধর্মহীনদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন আইনজীবীরা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে আইনজীবী সমিতির নেতারা অংশ নেন।
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এতে অংশ নেন।
ঝালকাঠিতে ‘যদি তুমি মানুষ হও, ধর্মান্ধতা রুখে দাও’ সে্লাগান সামনে রেখে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুর ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় পরিবহন চত্বর থেকে শান্তি শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
নীলফামারীতে সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে ‘সম্প্রীতির বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনা গড়ছে দেশ’ স্লোগানে এই কর্মসূচি পালন করা হয়।
বাগেরহাটে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। গতকাল বিকেল পৌনে ৫টায় শহরের রেল রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধনার মোড়ে গিয়ে শেষ হয়।
গোপালগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ। সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্ব শান্তি শোভাযাত্রাটি বের হয়। কোটালীপাড়া উপজেলায়ও সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা হয়েছে। টুঙ্গিপাড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ।
মাদারীপুরে শান্তি শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
গাজীপুরের কাপাসিয়ায় সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। কাপাসিয়া বাজারের পুরনো বাসস্ট্যান্ড মোড়ে এ সমাবেশ হয়।