ইউজিসির সামনে মানববন্ধন
আজিম-কাসেম সিন্ডিকেট থেকে নর্থ সাউথকে বাঁচানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক | ৯ নভেম্বর, ২০২১ ০০:০০
ট্রাস্টি বোর্ডের দুই সদস্য আজিম-কাসেম সিন্ডিকেটের কবল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। গতকাল সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ইউজিসি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তাদের দুজনকে অব্যহাতি দেওয়াসহ ৮ দফা দাবি তোলেন অংশগ্রহণকারীরা। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) স্মারকলিপিও দেন তারা।
দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা আর জঙ্গি তৈরির কারখানায় পরিণত হওয়াসহ নানা অভিযোগে বিপর্যস্ত দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আজিম-কাসেম সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশন-দুদকে।
গতকাল মানববন্ধনে বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. মহিউদ্দিন জুয়েল, সংগঠনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস, বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি, সাংবাদিক নেতা কালিমুল্লা ইকবাল প্রমুখ।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর ৮ দাবিসহ স্মারকলিপি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে আছে- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনা, আজিম-কাসেম সিন্ডিকেটের সদস্যদের সবধরনের আর্থিক প্রতিষ্ঠান থেকে অব্যাহতি, এই দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও গ্রেপ্তার, ব্যাংক হিসাব জব্দ, ব্লগার রাজিব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি নাফিস ইমতিয়াজকে পুনরায় ভর্তি করানোর উপযুক্ত ব্যাখ্যা চাওয়া ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার তদন্ত।
মানববন্ধনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোর তদন্তের দাবিও ওঠে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৯ নভেম্বর, ২০২১ ০০:০০

ট্রাস্টি বোর্ডের দুই সদস্য আজিম-কাসেম সিন্ডিকেটের কবল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। গতকাল সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ইউজিসি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তাদের দুজনকে অব্যহাতি দেওয়াসহ ৮ দফা দাবি তোলেন অংশগ্রহণকারীরা। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) স্মারকলিপিও দেন তারা।
দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা আর জঙ্গি তৈরির কারখানায় পরিণত হওয়াসহ নানা অভিযোগে বিপর্যস্ত দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আজিম-কাসেম সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশন-দুদকে।
গতকাল মানববন্ধনে বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. মহিউদ্দিন জুয়েল, সংগঠনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস, বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি, সাংবাদিক নেতা কালিমুল্লা ইকবাল প্রমুখ।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর ৮ দাবিসহ স্মারকলিপি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে আছে- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনা, আজিম-কাসেম সিন্ডিকেটের সদস্যদের সবধরনের আর্থিক প্রতিষ্ঠান থেকে অব্যাহতি, এই দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও গ্রেপ্তার, ব্যাংক হিসাব জব্দ, ব্লগার রাজিব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি নাফিস ইমতিয়াজকে পুনরায় ভর্তি করানোর উপযুক্ত ব্যাখ্যা চাওয়া ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার তদন্ত।
মানববন্ধনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোর তদন্তের দাবিও ওঠে।