ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার হুমকি
নৌকার বিপক্ষে একটা ভোট পড়লে লাশ পড়বে ৫টা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
নৌকার বিপক্ষে একটা ভোট কাটলে ৫টা লাশ পড়বে বলে হুমকি দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। তার নাম আশরাফুল আলম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ মিয়ার সমর্থক হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। গত বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের লাপাং স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণামূলক সভায় এই হুমকি দেন ছাত্রলীগ নেতা আশরাফুল। আগামীকাল নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আশরাফুল নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। নির্বাচনী ওই সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল। আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণা সভায় আশরাফুলের দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এই নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আশরাফুল তার বক্তব্যে বলেন, ‘প্রশাসন কাজ করুক বা না করুকনৌকার বিরুদ্ধে যদি একটা ভোটও কাটে, ওই ওয়ার্ডে পাঁচটা লাশ পড়বে ইনশাআল্লাহ। লিডার ছাত্রলীগ তো, আবেগে চইলা আসছে। ইনশাআল্লাহ নৌকার বিপক্ষে কেউ ভোট কাটতে পারবে না। আমরা শক্ত হাতে প্রতিবাদ করব।’
লাশ ফেলার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বলেন, ‘আমাদের সভা চলাকালে পাশের চিত্রী গ্রামে নৌকার বিপক্ষে ভোট কাটা হবে বলে খবর আসে। আসলে বয়স অল্প তো, বিবেকের তাড়নায় তখন বলে ফেলেছিনৌকার বিপক্ষে যদি কেউ ভোট কাটতে আসে দরকার হলে পাঁচটা লাশ ফেলব। আবেগে বলে ফেলেছি। দয়া করে এটি নিয়ে নিউজ কইরেন না।’
এ বিষয়ে জানতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ গতকাল শুক্রবার বিকেলে জানান, আমরা ছাত্রলীগ নেতার বক্তব্যের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে। সে ইতিমধ্যেই পালিয়ে গেছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, যদি এমন বক্তব্য কেউ দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ভয়ভীতি দেখিয়ে এবং শক্তি প্রয়োগ করে ভোট নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
শেয়ার করুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

নৌকার বিপক্ষে একটা ভোট কাটলে ৫টা লাশ পড়বে বলে হুমকি দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। তার নাম আশরাফুল আলম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ মিয়ার সমর্থক হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। গত বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের লাপাং স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণামূলক সভায় এই হুমকি দেন ছাত্রলীগ নেতা আশরাফুল। আগামীকাল নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আশরাফুল নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। নির্বাচনী ওই সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল। আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণা সভায় আশরাফুলের দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এই নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আশরাফুল তার বক্তব্যে বলেন, ‘প্রশাসন কাজ করুক বা না করুকনৌকার বিরুদ্ধে যদি একটা ভোটও কাটে, ওই ওয়ার্ডে পাঁচটা লাশ পড়বে ইনশাআল্লাহ। লিডার ছাত্রলীগ তো, আবেগে চইলা আসছে। ইনশাআল্লাহ নৌকার বিপক্ষে কেউ ভোট কাটতে পারবে না। আমরা শক্ত হাতে প্রতিবাদ করব।’
লাশ ফেলার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বলেন, ‘আমাদের সভা চলাকালে পাশের চিত্রী গ্রামে নৌকার বিপক্ষে ভোট কাটা হবে বলে খবর আসে। আসলে বয়স অল্প তো, বিবেকের তাড়নায় তখন বলে ফেলেছিনৌকার বিপক্ষে যদি কেউ ভোট কাটতে আসে দরকার হলে পাঁচটা লাশ ফেলব। আবেগে বলে ফেলেছি। দয়া করে এটি নিয়ে নিউজ কইরেন না।’
এ বিষয়ে জানতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ গতকাল শুক্রবার বিকেলে জানান, আমরা ছাত্রলীগ নেতার বক্তব্যের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে। সে ইতিমধ্যেই পালিয়ে গেছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, যদি এমন বক্তব্য কেউ দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ভয়ভীতি দেখিয়ে এবং শক্তি প্রয়োগ করে ভোট নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।