আবারও কমল মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
দেশে গত এক দিনে করোনার রোগীর সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৩৯ জন শনাক্ত হয়েছে ও মৃত্যু হয়েছে তিনজনের। এর আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ২৩৭ জন এবং মৃত্যু হয়েছিল ৯ জনের। এরও আগের দিন গত বুধবার রোগী শনাক্ত হয়েছিল ৩১২ জন ও মৃত্যু হয়েছিল ৩ জনের। সে হিসাবে এক দিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা ওঠানামা করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে শনাক্তদের মধ্যে ১৬৮ জন ঢাকা বিভাগের, যা মোট দৈনিক শনাক্তের ৭০ শতাংশ। গত এক দিনে দেশের ৩৩ জেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। নতুন শনাক্ত ও মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জনে ও মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ২৯ হাজার ৯৬ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ২ লাখ ৪১ হাজার ৬১৬ জন, খুলনায় ১ লাখ ১২ হাজার ৮৩৩ জন, রাজশাহীতে ৯৯ হাজার ২০ জন, রংপুরে ৫৫ হাজার ৫৭৩ জন, সিলেটে ৫৪ হাজার ৪৭৪ জন, বরিশালে ৪৫ হাজার ২৭৩ জন এবং ময়মনসিংহে ৩৭ হাজার ৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে সারা দেশে ১৬ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৭৮৫টি নমুনা। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪১ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ২৫ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন ঢাকা বিভাগের এবং ২ জন খুলনা বিভাগের। করোনার এ মহামারীতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয় ঢাকা বিভাগে। এ সময় দেশের বাকি ৬ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তাদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। তাদের ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। ৪১-৫০ বছরের মধ্যে ১ জন। বাকি ১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এদের ৩ জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
দেশের আট বিভাগের মধ্যে করোনায় মারা যাওয়া ২৭ হাজার ৯৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ হাজার ২০৭ জন, চট্টগ্রামে ৫ হাজার ৬৮০ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৫০ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৬০৯ জন, বরিশাল বিভাগে ৯৪৬ জন, সিলেট বিভাগে ১ হাজার ২৭০ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৬৭ জন এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছে ৮৪৪ জন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

দেশে গত এক দিনে করোনার রোগীর সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৩৯ জন শনাক্ত হয়েছে ও মৃত্যু হয়েছে তিনজনের। এর আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ২৩৭ জন এবং মৃত্যু হয়েছিল ৯ জনের। এরও আগের দিন গত বুধবার রোগী শনাক্ত হয়েছিল ৩১২ জন ও মৃত্যু হয়েছিল ৩ জনের। সে হিসাবে এক দিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা ওঠানামা করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে শনাক্তদের মধ্যে ১৬৮ জন ঢাকা বিভাগের, যা মোট দৈনিক শনাক্তের ৭০ শতাংশ। গত এক দিনে দেশের ৩৩ জেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। নতুন শনাক্ত ও মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জনে ও মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ২৯ হাজার ৯৬ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ২ লাখ ৪১ হাজার ৬১৬ জন, খুলনায় ১ লাখ ১২ হাজার ৮৩৩ জন, রাজশাহীতে ৯৯ হাজার ২০ জন, রংপুরে ৫৫ হাজার ৫৭৩ জন, সিলেটে ৫৪ হাজার ৪৭৪ জন, বরিশালে ৪৫ হাজার ২৭৩ জন এবং ময়মনসিংহে ৩৭ হাজার ৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে সারা দেশে ১৬ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৭৮৫টি নমুনা। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪১ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ২৫ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন ঢাকা বিভাগের এবং ২ জন খুলনা বিভাগের। করোনার এ মহামারীতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয় ঢাকা বিভাগে। এ সময় দেশের বাকি ৬ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তাদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। তাদের ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। ৪১-৫০ বছরের মধ্যে ১ জন। বাকি ১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এদের ৩ জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
দেশের আট বিভাগের মধ্যে করোনায় মারা যাওয়া ২৭ হাজার ৯৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ হাজার ২০৭ জন, চট্টগ্রামে ৫ হাজার ৬৮০ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৫০ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৬০৯ জন, বরিশাল বিভাগে ৯৪৬ জন, সিলেট বিভাগে ১ হাজার ২৭০ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৬৭ জন এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছে ৮৪৪ জন।