পরাগও সত্য-সুন্দরের পথে
রূপান্তর ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
তথ্যপ্রযুক্তির শীর্ষস্তরে ক্রমেই বাড়ছে ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূতদের নেতৃত্ব। মাইক্রোসফটের সত্য নাদেলা এবং গুগলের সুন্দর পিচাই তো ছিলেনই, এবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারেরও প্রধানের পদে বসছেন আরেক ভারতীয় পরাগ আগরওয়াল। গত সোমবার সাবেক প্রধান নির্বাহী (সিইও) জ্যাক ডর্সির পদত্যাগের পর মাত্র ৩৭ বছর বয়সেই পরাগ বসলেন সেই পদে।
বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে সেরা সিইও মার্ক জাকারবার্গের চেয়েও বয়সে ছোট পরাগ আগারওয়াল। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন প্রযুক্তিবিদ টুইটারের সঙ্গে রয়েছেন এক দশকেরও বেশি সময় ধরে। ২০১৭ সাল থেকে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন পরাগ। এবার পেলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব।
এদিকে পরাগকে অভিনন্দন জানিয়ে ডর্সি টুইট করে লিখলেন, ‘টুইটারের সিইও হিসেবে আমি পরাগকে সম্পূর্ণ বিশ্বাস করি। গত ১০ বছর ধরে ওর কাজ সবকিছু বদলে দিয়েছে। এবার সময় হয়েছে ওর নেতৃত্ব দেওয়ার।’
গুগল সিইও সুন্দর পিচাইয়ের মতো পরাগও আইআইটির ছাত্র। পিচাই খড়গপুরের। আর পরাগ মুম্বাই আইআইটির। কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তবে সুন্দর পিচাই বা সত্য নাদেলা সিইও হওয়ার আগেই যতটা সুপরিচিত ছিলেন, ততটা নন পরাগ।
নিজেই সংস্থার কর্মীদের পাঠানো ই-মেইলে লিখেছেন, আমি জানি, আপনাদের কেউ আমায় ভালো চেনেন, কেউ সামান্য, কেউ একেবারেই চেনেন না। ধরে নিন, আমরা নিজেদের ভবিষ্যতের লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিচ্ছি। জানি আপনাদের অনেক প্রশ্ন আছে। অনেক আলোচনাও চাই। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলব।’
নতুন এই পদে বছরে ১০ লাখ মার্কিন ডলার বেতন পাবেন পরাগ। আর সাড়ে ১২ মিলিয়ন ডলার অর্থমূল্যের স্টকও পাবেন তিনি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

তথ্যপ্রযুক্তির শীর্ষস্তরে ক্রমেই বাড়ছে ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূতদের নেতৃত্ব। মাইক্রোসফটের সত্য নাদেলা এবং গুগলের সুন্দর পিচাই তো ছিলেনই, এবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারেরও প্রধানের পদে বসছেন আরেক ভারতীয় পরাগ আগরওয়াল। গত সোমবার সাবেক প্রধান নির্বাহী (সিইও) জ্যাক ডর্সির পদত্যাগের পর মাত্র ৩৭ বছর বয়সেই পরাগ বসলেন সেই পদে।
বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে সেরা সিইও মার্ক জাকারবার্গের চেয়েও বয়সে ছোট পরাগ আগারওয়াল। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন প্রযুক্তিবিদ টুইটারের সঙ্গে রয়েছেন এক দশকেরও বেশি সময় ধরে। ২০১৭ সাল থেকে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন পরাগ। এবার পেলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব।
এদিকে পরাগকে অভিনন্দন জানিয়ে ডর্সি টুইট করে লিখলেন, ‘টুইটারের সিইও হিসেবে আমি পরাগকে সম্পূর্ণ বিশ্বাস করি। গত ১০ বছর ধরে ওর কাজ সবকিছু বদলে দিয়েছে। এবার সময় হয়েছে ওর নেতৃত্ব দেওয়ার।’
গুগল সিইও সুন্দর পিচাইয়ের মতো পরাগও আইআইটির ছাত্র। পিচাই খড়গপুরের। আর পরাগ মুম্বাই আইআইটির। কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তবে সুন্দর পিচাই বা সত্য নাদেলা সিইও হওয়ার আগেই যতটা সুপরিচিত ছিলেন, ততটা নন পরাগ।
নিজেই সংস্থার কর্মীদের পাঠানো ই-মেইলে লিখেছেন, আমি জানি, আপনাদের কেউ আমায় ভালো চেনেন, কেউ সামান্য, কেউ একেবারেই চেনেন না। ধরে নিন, আমরা নিজেদের ভবিষ্যতের লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিচ্ছি। জানি আপনাদের অনেক প্রশ্ন আছে। অনেক আলোচনাও চাই। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলব।’
নতুন এই পদে বছরে ১০ লাখ মার্কিন ডলার বেতন পাবেন পরাগ। আর সাড়ে ১২ মিলিয়ন ডলার অর্থমূল্যের স্টকও পাবেন তিনি।