রাঙ্গামাটিতে যুবককে গুলি করে হত্যা
রাঙ্গামাটি প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে আবিষ্কার চাকমা (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে ওই ইউনিয়নের কিচিং আদাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবিষ্কার সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) ‘সশস্ত্র বাহিনীর কমান্ডার’ছিলেন বলে জানা গেছে। তবে এ তথ্য কেউ নিশ্চিত করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবিষ্কার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে। তিনি সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এত দিন বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি আবিষ্কার চাকমা জেলার লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িত্বও নেন।
বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা বলেন, ‘বন্দুকভাঙ্গায় আবিষ্কার চাকমা নামে একজন নিহতের খবর পেয়েছি।’
পুলিশ জানায়, তারা জানতে পেরেছে বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদাম এলাকায় তার অবস্থানের খবর জানতে পেরে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম বলেন, দুপক্ষের গোলাগুলিতে এক যুবক মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালের মর্গে নিয়ে এসেছে। তবে এখনো যুবকের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
শেয়ার করুন
রাঙ্গামাটি প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে আবিষ্কার চাকমা (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে ওই ইউনিয়নের কিচিং আদাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবিষ্কার সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) ‘সশস্ত্র বাহিনীর কমান্ডার’ছিলেন বলে জানা গেছে। তবে এ তথ্য কেউ নিশ্চিত করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবিষ্কার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে। তিনি সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এত দিন বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি আবিষ্কার চাকমা জেলার লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িত্বও নেন।
বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা বলেন, ‘বন্দুকভাঙ্গায় আবিষ্কার চাকমা নামে একজন নিহতের খবর পেয়েছি।’
পুলিশ জানায়, তারা জানতে পেরেছে বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদাম এলাকায় তার অবস্থানের খবর জানতে পেরে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম বলেন, দুপক্ষের গোলাগুলিতে এক যুবক মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালের মর্গে নিয়ে এসেছে। তবে এখনো যুবকের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।