সাংবাদিকদের শিক্ষামন্ত্রী
প্রান্তিক মানুষের জন্য কাজ করছে প্রধানমন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘প্রত্যন্ত চর, হাওর, পাহাড় যেখানেই মানুষ বসবাস করছে, তাদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’ গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল চরে সাবমেরিন কেব্লের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে ডাঙ্গার জায়গায়ও বিদ্যুৎ ছিল না। অফগ্রিডের চরাঞ্চলে বিদ্যুতের কথা তো চিন্তাই করা যেত না। এখন দুর্গম চরেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী। সাবমেরিন কেব্লের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।’
দীপু মনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা যেন নির্বিঘেœ সম্পন্ন করা যায় সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে করোনাভাইরাসের ব্যাপারে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত করা হয়েছে। তাই পরীক্ষার হলগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। আমরা চাই আমাদের সন্তানরা যেন তাদের জীবনের বড় এ পরীক্ষাটি সুষ্ঠুভাবে দিতে পারে।’
মন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, ‘আফ্রিকা থেকে আমাদের কয়েকজন নাগরিক দেশে এসেছেন। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা যত শক্তিশালীই হোক না কেন, আমরা যদি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি, তবে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। এতে করে আমাদের জীবন বাঁচবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকলে আমাদের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। এতে পরে আমাদের রুজি-রোজগার সঠিকভাবে চলবে।’
শেয়ার করুন
চাঁদপুর প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘প্রত্যন্ত চর, হাওর, পাহাড় যেখানেই মানুষ বসবাস করছে, তাদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’ গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল চরে সাবমেরিন কেব্লের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে ডাঙ্গার জায়গায়ও বিদ্যুৎ ছিল না। অফগ্রিডের চরাঞ্চলে বিদ্যুতের কথা তো চিন্তাই করা যেত না। এখন দুর্গম চরেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী। সাবমেরিন কেব্লের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।’
দীপু মনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা যেন নির্বিঘেœ সম্পন্ন করা যায় সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে করোনাভাইরাসের ব্যাপারে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত করা হয়েছে। তাই পরীক্ষার হলগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। আমরা চাই আমাদের সন্তানরা যেন তাদের জীবনের বড় এ পরীক্ষাটি সুষ্ঠুভাবে দিতে পারে।’
মন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, ‘আফ্রিকা থেকে আমাদের কয়েকজন নাগরিক দেশে এসেছেন। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা যত শক্তিশালীই হোক না কেন, আমরা যদি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি, তবে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। এতে করে আমাদের জীবন বাঁচবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকলে আমাদের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। এতে পরে আমাদের রুজি-রোজগার সঠিকভাবে চলবে।’