এক দিনে রোগী ও মৃত্যু বেড়েছে
নিজস্ব প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
দেশে গত এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ও মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২৮২ জনের এবং মৃত্যু হয়েছে আরও দুজনের। এর আগের দিন গত মঙ্গলবার রোগী শনাক্ত হয়েছিল ২৭৩, মৃত্যু হয়েছিল একজনের। গত এক দিনে শনাক্তদের মধ্যে ২২৫ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক শনাক্তের ৮০ শতাংশ। এমনকি গত এক দিনে দেশের ৩৫ জেলায় নতুন করে কারও শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত এক দিনের ব্যবধানে শনাক্ত হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ। গত এক দিনে দেশে ১৮ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৯ লাখ ৭ হাজার ৬০২টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন শনাক্ত নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ৩০ হাজার ২৬৪ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৩৭ হাজার ৪৭ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ এবং অন্যজন কুষ্টিয়া জেলায় মারা গেছেন। বাকি ৬৩ জেলায় আর কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে দেশের আট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৯৮৩ জন। করোনার এ মহামারীতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১২ হাজার ২১৫ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

দেশে গত এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ও মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২৮২ জনের এবং মৃত্যু হয়েছে আরও দুজনের। এর আগের দিন গত মঙ্গলবার রোগী শনাক্ত হয়েছিল ২৭৩, মৃত্যু হয়েছিল একজনের। গত এক দিনে শনাক্তদের মধ্যে ২২৫ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক শনাক্তের ৮০ শতাংশ। এমনকি গত এক দিনে দেশের ৩৫ জেলায় নতুন করে কারও শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত এক দিনের ব্যবধানে শনাক্ত হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ। গত এক দিনে দেশে ১৮ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৯ লাখ ৭ হাজার ৬০২টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন শনাক্ত নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ৩০ হাজার ২৬৪ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৩৭ হাজার ৪৭ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ এবং অন্যজন কুষ্টিয়া জেলায় মারা গেছেন। বাকি ৬৩ জেলায় আর কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে দেশের আট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৯৮৩ জন। করোনার এ মহামারীতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১২ হাজার ২১৫ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন।