আরও একটি হাতি হত্যা করে মাটিচাপা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকায় একটি বন্যহাতিকে বৈদ্যুতিক শকের মাধ্যমে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে বন বিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটির মরদেহের ময়নাতদন্ত করেন। এ নিয়ে গত এক মাসের মধ্যে ৮টি বন্যহাতি মারা গেল দেশে।
বাঁশখালী উপজেলার কালীপুর রেঞ্জের বন কর্মকর্তারা জানান, লটমনি মৌজায় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ হাতির মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। হাতিটির আনুমানিক বয়স ২০-২২ বছর।
ময়নাতদন্তকারী চিকিৎসকদের বরাতে বন কর্মকর্তারা জানান, হাতিটিকে প্রায় তিন দিন আগে বৈদ্যুতিক শকের মাধ্যমে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা আড়াল করতে সেটি মাটিচাপা দেওয়া হয়। কিন্তু পাহাড়ে কাজ করতে যাওয়া মানুষ বুঝতে পেরে বন বিভাগকে খবর দেন।
গতকাল বুধবার বন বিভাগের কালীপুর রেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, রামু উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন শাওন, বাঁশখালী উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভ দাশ ও ডা. মো. তানজীর হোসেন চৌধুরীর নেতৃত্বে এবং বাঁশখালী উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়–য়া সার্বিক তত্ত্বাবধানে ময়নাতদন্ত করা হয়।
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা বলেন, ‘সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বুধবার সকালে বন বিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোস্টমর্টেমের ব্যবস্থা করে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তার খোঁজ নেওয়া হচ্ছে।’
বন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা হাতিটি মাটির নিচ থেকে তুলেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
জলদী অভয়ারণ্য রেঞ্জ এবং বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘কালীপুর রেঞ্জ এলাকায় হাতির মৃত্যুর খবর জেনেছি। এই বিষয়ে মামলা হবে।’
শেয়ার করুন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকায় একটি বন্যহাতিকে বৈদ্যুতিক শকের মাধ্যমে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে বন বিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটির মরদেহের ময়নাতদন্ত করেন। এ নিয়ে গত এক মাসের মধ্যে ৮টি বন্যহাতি মারা গেল দেশে।
বাঁশখালী উপজেলার কালীপুর রেঞ্জের বন কর্মকর্তারা জানান, লটমনি মৌজায় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ হাতির মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। হাতিটির আনুমানিক বয়স ২০-২২ বছর।
ময়নাতদন্তকারী চিকিৎসকদের বরাতে বন কর্মকর্তারা জানান, হাতিটিকে প্রায় তিন দিন আগে বৈদ্যুতিক শকের মাধ্যমে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা আড়াল করতে সেটি মাটিচাপা দেওয়া হয়। কিন্তু পাহাড়ে কাজ করতে যাওয়া মানুষ বুঝতে পেরে বন বিভাগকে খবর দেন।
গতকাল বুধবার বন বিভাগের কালীপুর রেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, রামু উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন শাওন, বাঁশখালী উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভ দাশ ও ডা. মো. তানজীর হোসেন চৌধুরীর নেতৃত্বে এবং বাঁশখালী উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়–য়া সার্বিক তত্ত্বাবধানে ময়নাতদন্ত করা হয়।
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা বলেন, ‘সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বুধবার সকালে বন বিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোস্টমর্টেমের ব্যবস্থা করে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তার খোঁজ নেওয়া হচ্ছে।’
বন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা হাতিটি মাটির নিচ থেকে তুলেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
জলদী অভয়ারণ্য রেঞ্জ এবং বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘কালীপুর রেঞ্জ এলাকায় হাতির মৃত্যুর খবর জেনেছি। এই বিষয়ে মামলা হবে।’