চট্টগ্রামে নালায় পড়ে এবার পা ভাঙল বিশ্ববিদ্যালয় ছাত্রের
চট্টগ্রাম ব্যুরো | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন এলাকায় নালায় পড়ে ইয়াসির আরাফাত (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের পা ভাঙার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসির চট্টগ্রাম কমার্স কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত ইয়াসিরের বন্ধু নাজমুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘কাজির দেউরি মোড় থেকে হেঁটে আমরা সিআরবির দিকে যাচ্ছিলাম। তখন জিমনেশিয়াম সংলগ্ন নালার ফুটপাতে পড়ে যায় ইয়াসির। ফুটপাতে একটি সø্যাব ছিল না। অসাবধানতাবশত ওই সø্যাববিহীন ফুটপাতে পা দিতেই নালায় পড়ে যায় সে। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। পরে তার পায়ে প্লাস্টার করে দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আমরা রাত প্রায় ৪টার দিকে তাকে হালিশহর বাসায় পৌঁছে দিয়ে এসেছি।’ নাজমুল বলেন, নগরীর প্রতিটি নালার ওপর সø্যাব বসানো প্রয়োজন। বিষয়টি সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টিতে দেখা এখন সময়ের প্রয়োজন। নয়তো আর কতজনের বিপদ ঘটবে তা বলা মুশকিল।
এদিকে শিক্ষার্থীর পা ভাঙার খবর পেয়ে ওই নালার ওপর সø্যাব বসানো হয়েছে বলে জানিয়েছেন চসিকের স্থানীয় ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নগরীর আগ্রাবাদ বাদামতল এলাকার একটি নালায় পড়ে প্রাণ হারান সেহরিন মাহমুদ সাদিয়া নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তার আগে গত আগস্ট মাসে আগ্রাবাদে নালায় পড়ে সালেহ আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ হন। আজও তার খোঁজ মেলেনি।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন এলাকায় নালায় পড়ে ইয়াসির আরাফাত (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের পা ভাঙার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসির চট্টগ্রাম কমার্স কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত ইয়াসিরের বন্ধু নাজমুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘কাজির দেউরি মোড় থেকে হেঁটে আমরা সিআরবির দিকে যাচ্ছিলাম। তখন জিমনেশিয়াম সংলগ্ন নালার ফুটপাতে পড়ে যায় ইয়াসির। ফুটপাতে একটি সø্যাব ছিল না। অসাবধানতাবশত ওই সø্যাববিহীন ফুটপাতে পা দিতেই নালায় পড়ে যায় সে। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। পরে তার পায়ে প্লাস্টার করে দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আমরা রাত প্রায় ৪টার দিকে তাকে হালিশহর বাসায় পৌঁছে দিয়ে এসেছি।’ নাজমুল বলেন, নগরীর প্রতিটি নালার ওপর সø্যাব বসানো প্রয়োজন। বিষয়টি সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টিতে দেখা এখন সময়ের প্রয়োজন। নয়তো আর কতজনের বিপদ ঘটবে তা বলা মুশকিল।
এদিকে শিক্ষার্থীর পা ভাঙার খবর পেয়ে ওই নালার ওপর সø্যাব বসানো হয়েছে বলে জানিয়েছেন চসিকের স্থানীয় ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নগরীর আগ্রাবাদ বাদামতল এলাকার একটি নালায় পড়ে প্রাণ হারান সেহরিন মাহমুদ সাদিয়া নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তার আগে গত আগস্ট মাসে আগ্রাবাদে নালায় পড়ে সালেহ আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ হন। আজও তার খোঁজ মেলেনি।