জাতিসংঘের সামনে অস্ত্রধারীর আত্মহত্যার হুমকি!
রূপান্তর ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে এক অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আটক হওয়া ওই ব্যক্তি একটি শটগান হাতে পায়চারি করছিলেন আর আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিউ ইয়র্ক পুলিশের একটি দল তাকে নিরস্ত্র ও আটক করে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সদর দপ্তরের বাইরে এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ইয়র্ক পুলিশ বিভাগ টুইটারে জানায়, তদন্ত ও নিরাপত্তার কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হয়। জাতিসংঘের একজন মুখপাত্র জানান, ওই ঘটনার সময় জাতিসংঘের সদর দপ্তরে প্রবেশ-নির্গমনও বন্ধ রাখা হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। ওই ব্যক্তির হাতে একটি শটগান। লাল রঙের জামা পরা লোকটি শটগানের নল বারবার নিজের থুতনিতে ধরে কিছু একটা বলছেন।
পুলিশ জানায়, এভাবে প্রায় দেড় ঘণ্টা চলার পর তার সঙ্গে কথোপকথন হয়। একপর্যায়ে তিনি অস্ত্রসমর্পণ করেন। তাকে এখন হেফাজতে রাখা হয়েছে। আটক করা হলেও ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।
জাতিসংঘের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু ছিল।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে এক অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আটক হওয়া ওই ব্যক্তি একটি শটগান হাতে পায়চারি করছিলেন আর আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিউ ইয়র্ক পুলিশের একটি দল তাকে নিরস্ত্র ও আটক করে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সদর দপ্তরের বাইরে এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ইয়র্ক পুলিশ বিভাগ টুইটারে জানায়, তদন্ত ও নিরাপত্তার কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হয়। জাতিসংঘের একজন মুখপাত্র জানান, ওই ঘটনার সময় জাতিসংঘের সদর দপ্তরে প্রবেশ-নির্গমনও বন্ধ রাখা হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। ওই ব্যক্তির হাতে একটি শটগান। লাল রঙের জামা পরা লোকটি শটগানের নল বারবার নিজের থুতনিতে ধরে কিছু একটা বলছেন।
পুলিশ জানায়, এভাবে প্রায় দেড় ঘণ্টা চলার পর তার সঙ্গে কথোপকথন হয়। একপর্যায়ে তিনি অস্ত্রসমর্পণ করেন। তাকে এখন হেফাজতে রাখা হয়েছে। আটক করা হলেও ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।
জাতিসংঘের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু ছিল।