তিন দিন ধরে রোগী কমছে
নিজস্ব প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাস শনাক্ত ব্যক্তির সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েছে এবং মারা গেছে ৩ জন। এর আগের দিন বৃহস্পতিবার ২৬১ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছিল ৩ জনের। এর আগে গত বুধবার শনাক্ত হয়েছিল ২৮২ জন ও মৃত্যু হয় ২ জনের; অর্থাৎ তিন দিন ধরে করোনার শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৭৭ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক শনাক্তের ৭৩ শতাংশ। এ সময়ে দেশের ৩২ জেলায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে গত এক দিনের ব্যবধানে শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ। গত এক দিনে ১৭ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
অধিদপ্তরের তথ্য মতে, নতুন শনাক্ত নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ৩০ হাজার ৮৭২ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৩৭ হাজার ৬১ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন ও ষাটোর্ধ্ব একজন রয়েছেন। ওই তিনজনের মধ্যে একজন করে ঢাকা, নরসিংদী ও যশোর জেলার বাসিন্দা। এ নিয়ে দেশের আট বিভাগে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৮৯ জন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাস শনাক্ত ব্যক্তির সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েছে এবং মারা গেছে ৩ জন। এর আগের দিন বৃহস্পতিবার ২৬১ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছিল ৩ জনের। এর আগে গত বুধবার শনাক্ত হয়েছিল ২৮২ জন ও মৃত্যু হয় ২ জনের; অর্থাৎ তিন দিন ধরে করোনার শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৭৭ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক শনাক্তের ৭৩ শতাংশ। এ সময়ে দেশের ৩২ জেলায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে গত এক দিনের ব্যবধানে শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ। গত এক দিনে ১৭ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
অধিদপ্তরের তথ্য মতে, নতুন শনাক্ত নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ৩০ হাজার ৮৭২ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ৩৭ হাজার ৬১ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন ও ষাটোর্ধ্ব একজন রয়েছেন। ওই তিনজনের মধ্যে একজন করে ঢাকা, নরসিংদী ও যশোর জেলার বাসিন্দা। এ নিয়ে দেশের আট বিভাগে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৮৯ জন।