‘জাওয়াদের’ প্রভাব
উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভারতে ৭৫ ট্রেনের যাত্রা বন্ধ
রূপান্তর ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার সকাল থেকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। এদিকে জাওয়াদের প্রভাবে ভারতে গতকাল শনিবার বৃষ্টিপাতের আশঙ্কায় অন্তত ৭৫টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের বেশিরভাগ বিশাখাপত্তম (অন্ধ্র প্রদেশ), হাওড়া (পশ্চিমবঙ্গ) ও পুরি (উড়িষ্যা) স্টেশন থেকে যাত্রা করার কথা ছিল বলে জানিয়েছে এনডিটিভি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রবি ও সোমবারের (৫ ও ৬ ডিসেম্বর) আরও ৩৮টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে আববাহওয়া দপ্তর সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, যেসব জাহাজ সেন্টমার্টিন গেছে সেগুলো ফিরে আসছে। আজ থেকে আর কোনো জাহাজ সেন্টমার্টিন যাবে না। পরিস্থিতির উন্নতি হলে এ নিষেধাজ্ঞা উঠবে।
পটুয়াখালী প্রতিনিধি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মান্নানকে উদ্ধৃত করে বলেন, বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেলে ক্ষেতের ধানসহ রবিশস্যের ব্যাপক ক্ষতি হতে পারে। সমূহ-ক্ষতি থেকে ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাসুদ রানা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে, ধীরে ধীরে জাওয়াদ দুর্বল হয়ে আগামী ১২ ঘণ্টায় প্রায় উত্তরের দিকে এগিয়ে যাবে। আজ রবিবার বিকেলে পুরিতে গভীর নিম্নচাপ হিসেবে পৌঁছাতে পারে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার সকাল থেকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। এদিকে জাওয়াদের প্রভাবে ভারতে গতকাল শনিবার বৃষ্টিপাতের আশঙ্কায় অন্তত ৭৫টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের বেশিরভাগ বিশাখাপত্তম (অন্ধ্র প্রদেশ), হাওড়া (পশ্চিমবঙ্গ) ও পুরি (উড়িষ্যা) স্টেশন থেকে যাত্রা করার কথা ছিল বলে জানিয়েছে এনডিটিভি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রবি ও সোমবারের (৫ ও ৬ ডিসেম্বর) আরও ৩৮টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে আববাহওয়া দপ্তর সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, যেসব জাহাজ সেন্টমার্টিন গেছে সেগুলো ফিরে আসছে। আজ থেকে আর কোনো জাহাজ সেন্টমার্টিন যাবে না। পরিস্থিতির উন্নতি হলে এ নিষেধাজ্ঞা উঠবে।
পটুয়াখালী প্রতিনিধি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মান্নানকে উদ্ধৃত করে বলেন, বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেলে ক্ষেতের ধানসহ রবিশস্যের ব্যাপক ক্ষতি হতে পারে। সমূহ-ক্ষতি থেকে ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাসুদ রানা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে, ধীরে ধীরে জাওয়াদ দুর্বল হয়ে আগামী ১২ ঘণ্টায় প্রায় উত্তরের দিকে এগিয়ে যাবে। আজ রবিবার বিকেলে পুরিতে গভীর নিম্নচাপ হিসেবে পৌঁছাতে পারে।