চট্টগ্রাম
নালায় ভেসে যাওয়া হকারের খোঁজ মেলেনি
চট্টগ্রাম ব্যুরো | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার চশমা খালে খেলনা তুলতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া পত্রিকার হকার কামালের খোঁজ মেলেনি। গত সোমবার বিকেলে ওই খালে পড়ে নিখোঁজ হয় ১৪ বছর বয়সী কামাল। মঙ্গলবার থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান গতকাল বুধবারও অব্যাহত ছিল। তবে সন্ধ্যা পর্যন্ত কামালের কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি টিম। কিন্তু খালে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে অভিযান চালাতে হিমশিম খেতে হয় তাদের।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন মঙ্গলবার বিকেল ৫টায় দেশ রূপান্তরকে বলেন, ‘খালের মধ্যে প্রচুর আবর্জনা। এগুলো সরিয়ে অভিযান চালাতে হচ্ছে। তারপরও আমাদের টিম কাজ করছে। কিন্তু এখনো নিখোঁজ কামালের সন্ধান মেলেনি।’
এর আগে গত ২৫ আগস্ট নগরীর মুরাদপুর এলাকায় পা-পিছলে নালায় পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়েছিল ছালেহ আহমদ নামে এক ব্যক্তি। টানা তিন দিন তল্লাশি অভিযান চালানোর পরও তার খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের টিম। প্রায় চার মাস পরে এখনো নিখোঁজ ছালেহ আহমেদ।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার চশমা খালে খেলনা তুলতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া পত্রিকার হকার কামালের খোঁজ মেলেনি। গত সোমবার বিকেলে ওই খালে পড়ে নিখোঁজ হয় ১৪ বছর বয়সী কামাল। মঙ্গলবার থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান গতকাল বুধবারও অব্যাহত ছিল। তবে সন্ধ্যা পর্যন্ত কামালের কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি টিম। কিন্তু খালে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে অভিযান চালাতে হিমশিম খেতে হয় তাদের।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন মঙ্গলবার বিকেল ৫টায় দেশ রূপান্তরকে বলেন, ‘খালের মধ্যে প্রচুর আবর্জনা। এগুলো সরিয়ে অভিযান চালাতে হচ্ছে। তারপরও আমাদের টিম কাজ করছে। কিন্তু এখনো নিখোঁজ কামালের সন্ধান মেলেনি।’
এর আগে গত ২৫ আগস্ট নগরীর মুরাদপুর এলাকায় পা-পিছলে নালায় পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়েছিল ছালেহ আহমদ নামে এক ব্যক্তি। টানা তিন দিন তল্লাশি অভিযান চালানোর পরও তার খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের টিম। প্রায় চার মাস পরে এখনো নিখোঁজ ছালেহ আহমেদ।