আলালের বিরুদ্ধে থানায় আরেক অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এবার গাজীপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক এক নেতা।
গতকাল বুধবার সকালে শ্রীপুর মডেল থানায় এ অভিযোগ দেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-গণযোগাযোগবিষয়ক সম্পাদক আশিক বিন ইদ্রিস।
একই অভিযোগে গত মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নূরউদ্দিন আহমেদ।
ছাত্রলীগ নেতা আশিক বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যে অশ্লীল বক্তব্য দিয়েছেন, তা জাতির জন্য মানহানিকর। প্রধানমন্ত্রীকে কটূক্তির অর্থ জাতিকে হেয়প্রতিপন্ন করা। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছি।’
শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আলাল বর্তমানে ভারতে চিকিৎসাধীন। গত ২৬ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি দেশটিতে যান বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
শেয়ার করুন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এবার গাজীপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক এক নেতা।
গতকাল বুধবার সকালে শ্রীপুর মডেল থানায় এ অভিযোগ দেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-গণযোগাযোগবিষয়ক সম্পাদক আশিক বিন ইদ্রিস।
একই অভিযোগে গত মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নূরউদ্দিন আহমেদ।
ছাত্রলীগ নেতা আশিক বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যে অশ্লীল বক্তব্য দিয়েছেন, তা জাতির জন্য মানহানিকর। প্রধানমন্ত্রীকে কটূক্তির অর্থ জাতিকে হেয়প্রতিপন্ন করা। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছি।’
শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আলাল বর্তমানে ভারতে চিকিৎসাধীন। গত ২৬ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি দেশটিতে যান বলে বিএনপি নেতারা জানিয়েছেন।