শিক্ষামন্ত্রী বললেন
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার
সাভার প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রবিবার সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই কর্মসূচিতে ভাটা পড়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা পর্যালোচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সংক্রমণের খবর পাইনি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরও এ ব্যাপারে নজর রাখছে। করোনাবিষয়ক কারিগরি পরামর্শক কমিটি রয়েছে, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগে আছি। এখনো ভাবছি না শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কথা। কারণ যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে, স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে করোনা মোকাবিলা করতে হবে; সেটাই সিদ্ধান্ত। অতএব আমরা এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন আমরা সিদ্ধান্ত নেব।
এর আগে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, সরকারের শিক্ষানবিশ কর্মীদের সময়োপযোগী দক্ষতা ও উৎকর্ষ অর্জনে সক্ষম সর্বোপরি জনগণের সেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়ে থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বুনিয়াদি প্রশিক্ষণের উপদেষ্টা ও কেন্দ্রের নাম্বার ডাইরেক্টিং ডক্টর মোহাম্মদ মহসীন আলী, সাব্বির আহমেদ উপ-পরিচালক আরপিটিসি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীগণ ২ মাস মেয়াদি প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এই কোর্সে ২৯ জন বুনিয়াদি শিক্ষাগ্রহণ করছেন।
শেয়ার করুন
সাভার প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০

সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রবিবার সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই কর্মসূচিতে ভাটা পড়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা পর্যালোচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সংক্রমণের খবর পাইনি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরও এ ব্যাপারে নজর রাখছে। করোনাবিষয়ক কারিগরি পরামর্শক কমিটি রয়েছে, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগে আছি। এখনো ভাবছি না শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কথা। কারণ যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে, স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে করোনা মোকাবিলা করতে হবে; সেটাই সিদ্ধান্ত। অতএব আমরা এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন আমরা সিদ্ধান্ত নেব।
এর আগে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, সরকারের শিক্ষানবিশ কর্মীদের সময়োপযোগী দক্ষতা ও উৎকর্ষ অর্জনে সক্ষম সর্বোপরি জনগণের সেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়ে থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বুনিয়াদি প্রশিক্ষণের উপদেষ্টা ও কেন্দ্রের নাম্বার ডাইরেক্টিং ডক্টর মোহাম্মদ মহসীন আলী, সাব্বির আহমেদ উপ-পরিচালক আরপিটিসি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীগণ ২ মাস মেয়াদি প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এই কোর্সে ২৯ জন বুনিয়াদি শিক্ষাগ্রহণ করছেন।