ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণ
রূপান্তর ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
ইরানের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও কর্র্তৃপক্ষ ধারণা করছে, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে অঘোষিত বিমান মহড়া চালিয়েছে দেশটির বিমান বাহিনী।
আসাদাবাদ শহরের গভর্নর জানিয়েছেন, গতকাল রবিবার তিনি ভয়ংকর শব্দ শুনতে পান। যদিও বিকট শব্দের উৎস জানাতে পারেননি তিনি। প্রথমে ধারণা করা হয়েছিল এটি কোনো বজ্রাঘাতের শব্দ। পরে এমন সম্ভাবনা নাকচ করে দেন তিনি। রোকনা নিউজকে তিনি আরও বলেন, শব্দের মাত্রা এতটাই ছিল যে অনেক বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।
টুইটারে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, বিমান বিধ্বংসী কামান থেকে শব্দ পাওয়া যাচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে সত্যতা যাচাই করতে পারেনি। এ নিয়ে তেহরান থেকে এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০

ইরানের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও কর্র্তৃপক্ষ ধারণা করছে, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে অঘোষিত বিমান মহড়া চালিয়েছে দেশটির বিমান বাহিনী।
আসাদাবাদ শহরের গভর্নর জানিয়েছেন, গতকাল রবিবার তিনি ভয়ংকর শব্দ শুনতে পান। যদিও বিকট শব্দের উৎস জানাতে পারেননি তিনি। প্রথমে ধারণা করা হয়েছিল এটি কোনো বজ্রাঘাতের শব্দ। পরে এমন সম্ভাবনা নাকচ করে দেন তিনি। রোকনা নিউজকে তিনি আরও বলেন, শব্দের মাত্রা এতটাই ছিল যে অনেক বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।
টুইটারে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, বিমান বিধ্বংসী কামান থেকে শব্দ পাওয়া যাচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে সত্যতা যাচাই করতে পারেনি। এ নিয়ে তেহরান থেকে এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।