নিলামে উঠছে মহাকাশ থেকে আসা হীরা
রূপান্তর ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
প্রথমবারের মতো জনসম্মুখে আনা হলো বিশ্বের বৃহত্তম কালো হীরা ‘দ্য এনিগমা’। ৫৫৫ দশমিক ৫৫ ক্যারেটের হীরাটি ‘মহাকাশ থেকে এসেছে’ বলে ধারণা করা হয়। আগামী ফেব্রুয়ারিতে লন্ডনে নিলামে তোলা হবে এর। সেখানে ৬৮ লাখ ডলার বা সাড়ে ৫৮ কোটি টাকায় হীরাটি বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
সিএনএন জানাচ্ছে, গত সোমবার দুবাইয়ে হীরাটির প্রদর্শনী শুরু হয়েছে। এরপর সেটি যাবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তারপর লন্ডনে প্রদর্শনী শেষে তোলা হবে নিলামে।
নিলাম হাউজ সোথেবির গহনা বিশেষজ্ঞ সোফি স্টিভেনসের ভাষ্যমতে, কালো হীরাটি কোনো উল্কার অংশ অথবা পৃথিবীর সঙ্গে উল্কার সংঘর্ষে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। আর সেই ঘটনা ঘটেছিল অন্তত ২৬০ কোটি বছর আগে।
সিএনএনের খবরে বলা হয়েছে, দ্য এনিগমা নামে পরিচিতি পাওয়া এই কালো হীরাটি ২.৬ থেকে ৩.৮ বিলিয়ন বছর আগের হতে পারে। এতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরিমাণও শনাক্ত হয়েছে।
হীরাটি গত ২০ বছরের মধ্যে কখনই জনসম্মুখে আনেননি এর অজ্ঞাত মালিক। বিশ্বের সবচেয়ে শক্ত বস্তুগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও হীরকখণ্ডটিকে নিপুণ দক্ষতায় কেটে ৫৫-মুখী আকার দিয়েছেন বিশেষজ্ঞরা। এর আকৃতি মধ্যপ্রাচ্যের শক্তি ও সুরক্ষার প্রতীক ‘হামসা’ থেকে অনুপ্রাণিত। হাতের তালু আকৃতির ওই প্রতীকের সঙ্গে পাঁচ সংখ্যাটির বিশেষ সম্পর্ক রয়েছে।
সোথেবির আরেক বিশেষজ্ঞ নিকিতা বিনানি হীরাটিকে ‘একটি সত্যিকারের প্রাকৃতিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। নিলাম সংস্থাটি জানিয়েছে, এই আকৃতির প্রাকৃতিক কালো হীরা পৃথিবীতে খুবই বিরল। তারা এর পেমেন্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করবে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

প্রথমবারের মতো জনসম্মুখে আনা হলো বিশ্বের বৃহত্তম কালো হীরা ‘দ্য এনিগমা’। ৫৫৫ দশমিক ৫৫ ক্যারেটের হীরাটি ‘মহাকাশ থেকে এসেছে’ বলে ধারণা করা হয়। আগামী ফেব্রুয়ারিতে লন্ডনে নিলামে তোলা হবে এর। সেখানে ৬৮ লাখ ডলার বা সাড়ে ৫৮ কোটি টাকায় হীরাটি বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
সিএনএন জানাচ্ছে, গত সোমবার দুবাইয়ে হীরাটির প্রদর্শনী শুরু হয়েছে। এরপর সেটি যাবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তারপর লন্ডনে প্রদর্শনী শেষে তোলা হবে নিলামে।
নিলাম হাউজ সোথেবির গহনা বিশেষজ্ঞ সোফি স্টিভেনসের ভাষ্যমতে, কালো হীরাটি কোনো উল্কার অংশ অথবা পৃথিবীর সঙ্গে উল্কার সংঘর্ষে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। আর সেই ঘটনা ঘটেছিল অন্তত ২৬০ কোটি বছর আগে।
সিএনএনের খবরে বলা হয়েছে, দ্য এনিগমা নামে পরিচিতি পাওয়া এই কালো হীরাটি ২.৬ থেকে ৩.৮ বিলিয়ন বছর আগের হতে পারে। এতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরিমাণও শনাক্ত হয়েছে।
হীরাটি গত ২০ বছরের মধ্যে কখনই জনসম্মুখে আনেননি এর অজ্ঞাত মালিক। বিশ্বের সবচেয়ে শক্ত বস্তুগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও হীরকখণ্ডটিকে নিপুণ দক্ষতায় কেটে ৫৫-মুখী আকার দিয়েছেন বিশেষজ্ঞরা। এর আকৃতি মধ্যপ্রাচ্যের শক্তি ও সুরক্ষার প্রতীক ‘হামসা’ থেকে অনুপ্রাণিত। হাতের তালু আকৃতির ওই প্রতীকের সঙ্গে পাঁচ সংখ্যাটির বিশেষ সম্পর্ক রয়েছে।
সোথেবির আরেক বিশেষজ্ঞ নিকিতা বিনানি হীরাটিকে ‘একটি সত্যিকারের প্রাকৃতিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। নিলাম সংস্থাটি জানিয়েছে, এই আকৃতির প্রাকৃতিক কালো হীরা পৃথিবীতে খুবই বিরল। তারা এর পেমেন্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করবে।