ইভ্যালিকান্ড
আগাম জামিন পেলেন তাহসান
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কার্যক্রমে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন অভিনেতা ও গায়ক তাহসান খান। জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাহসানকে ছয় সপ্তাহের আগাম জামিন দেয়।
হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তাহসান। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহিউদ্দিন দেওয়ান। এর আগে এ মামলায় গত বছর ১৩ ডিসেম্বর হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।
শুনানিকালে যেকোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগে সেলিব্রেটিদের নিজেদের অবস্থানের প্রতি সতর্ক, দায়িত্বশীল থাকা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি স্মরণ করিয়ে দেয় হাইকোর্ট। আদালত বলে, ‘সেলিব্রেটিদের যুবসমাজ আইডল মনে করে, তাদের দেখলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তাদের মডেল মনে করে, আদর্শ মনে করে যে তারা ভুলত্রুটি করতে পারে না। তারা সেই গুডউইলটাকে পুঁজি করলেন। যারা এখানে অ্যাম্বাসেডর হয়েছেন তাদের জন্যই তো কোটি কোটি টাকা গচ্চা গেল। এটা দুঃখজনক। ওনাদের দায়িত্ব অনেক বেশি।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিউদ্দিন দেওয়ান দেশ রূপান্তরকে বলেন, ‘তাকে (তাহসান) ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সেলিব্রেটিদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। কারণ তারা যখন একটা কথা বলে তখন সাধারণ মানুষ বিশ্বাস করে। সেটা অনুকরণ করে। মানুষ তাদের কথায় উদ্বুদ্ধ হয়।’
ইভ্যালির এক প্রতারিত গ্রাহক গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় গায়ক ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকেও আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, প্রতারণামূলকভাবে গ্রাহকের টাকা আত্মসাৎ ও সহায়তা করেছেন আসামিরা। তাহসান খান ইভ্যালিতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর মিথিলা ‘ইভ্যালি’র ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’-এ শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন শবনম ফারিয়া।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন প্রতারিত একজন গ্রাহক। ওইদিন মোহাম্মদপুরের বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করে র্যাব। সেই থেকে তারা দুজন কারাগারে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কার্যক্রমে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন অভিনেতা ও গায়ক তাহসান খান। জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাহসানকে ছয় সপ্তাহের আগাম জামিন দেয়।
হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তাহসান। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহিউদ্দিন দেওয়ান। এর আগে এ মামলায় গত বছর ১৩ ডিসেম্বর হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।
শুনানিকালে যেকোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগে সেলিব্রেটিদের নিজেদের অবস্থানের প্রতি সতর্ক, দায়িত্বশীল থাকা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি স্মরণ করিয়ে দেয় হাইকোর্ট। আদালত বলে, ‘সেলিব্রেটিদের যুবসমাজ আইডল মনে করে, তাদের দেখলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তাদের মডেল মনে করে, আদর্শ মনে করে যে তারা ভুলত্রুটি করতে পারে না। তারা সেই গুডউইলটাকে পুঁজি করলেন। যারা এখানে অ্যাম্বাসেডর হয়েছেন তাদের জন্যই তো কোটি কোটি টাকা গচ্চা গেল। এটা দুঃখজনক। ওনাদের দায়িত্ব অনেক বেশি।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিউদ্দিন দেওয়ান দেশ রূপান্তরকে বলেন, ‘তাকে (তাহসান) ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সেলিব্রেটিদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। কারণ তারা যখন একটা কথা বলে তখন সাধারণ মানুষ বিশ্বাস করে। সেটা অনুকরণ করে। মানুষ তাদের কথায় উদ্বুদ্ধ হয়।’
ইভ্যালির এক প্রতারিত গ্রাহক গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় গায়ক ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকেও আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, প্রতারণামূলকভাবে গ্রাহকের টাকা আত্মসাৎ ও সহায়তা করেছেন আসামিরা। তাহসান খান ইভ্যালিতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর মিথিলা ‘ইভ্যালি’র ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’-এ শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন শবনম ফারিয়া।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন প্রতারিত একজন গ্রাহক। ওইদিন মোহাম্মদপুরের বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করে র্যাব। সেই থেকে তারা দুজন কারাগারে।