৮ মাস পর ভারতে দৈনিক শনাক্ত ৩ লাখ ছাড়াল
রূপান্তর ডেস্ক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে ভারতে দিনে শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত ডিসেম্বরের পর থেকে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কভিডের সংক্রমণ। আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪১ শতাংশে।
এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবারের এই সংখ্যা ও গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৭টার দিকে আরও চার লাখের মতো নতুন রোগী নিয়ে বিশ্বে মোট শনাক্ত ছাড়িয়ে গেছে ৩৪ কোটির ঘর। এছাড়া আলোচ্য সময়ে ৯ হাজারের বেশি মৃত্যু নিয়ে বিশ্বে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৮৫ হাজারের।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার সেখানে ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২ লাখ ৮৩ হাজার।
গত বছর ১৫ মে এক দিনে ভারতে ৩ লাখ ১১ হাজার ১৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ফলে গত এক দিনের নতুন রোগীর সংখ্যা গত আট মাসের সর্বোচ্চ।
গত এক দিনে ভারতে আরও ৪৯১ জনের মৃত্যু হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ৪৪১ জন। মহামারীর পুরো সময়ে কভিডে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ লাখ ৮৭ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। আর মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮২ লাখে।
গত ২৪ ঘণ্টায় ভারতের ২৯টি রাজ্যে কভিড আক্রান্তদের মধ্যে যাদের নমুনা থেকে ভাইরাসের জেনোম সিকোয়েন্স করা হয়েছে, তাদের মধ্যে ৯ হাজার ২৮৭ জনের ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই ১ হাজার ৮৬০ জনের এবং পশ্চিমবঙ্গে ১ হাজার ৬৭২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও প্রায় ৯ হাজার জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫ লাখের বেশি।
গত কয়েক দিনের মতো গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ৬ লাখ ৮৬৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৭ জনের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৬ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৮৬৭ জন সংক্রমিত হয়েছে। তার মধ্যে মারা গেছে ৮ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন।
দৈনিক সংক্রমণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে এক দিনে সংক্রমিত হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন। আর মারা গেছে ৩৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৩৮ জনের মৃত্যু ও ১ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ২৯৭ জন সংক্রমিত হয়েছে।
মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩১৭ জন। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছে ১ লাখ ৩২ হাজার ২৫৪ জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৫৫১ জন। তাদের মধ্যে মারা গেছে ৬ লাখ ২১ হাজার ৫৭৮ জন।
সংক্রমণের তালিকায় এরপরই রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে ভারতে দিনে শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত ডিসেম্বরের পর থেকে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কভিডের সংক্রমণ। আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪১ শতাংশে।
এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবারের এই সংখ্যা ও গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৭টার দিকে আরও চার লাখের মতো নতুন রোগী নিয়ে বিশ্বে মোট শনাক্ত ছাড়িয়ে গেছে ৩৪ কোটির ঘর। এছাড়া আলোচ্য সময়ে ৯ হাজারের বেশি মৃত্যু নিয়ে বিশ্বে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৮৫ হাজারের।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার সেখানে ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২ লাখ ৮৩ হাজার।
গত বছর ১৫ মে এক দিনে ভারতে ৩ লাখ ১১ হাজার ১৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ফলে গত এক দিনের নতুন রোগীর সংখ্যা গত আট মাসের সর্বোচ্চ।
গত এক দিনে ভারতে আরও ৪৯১ জনের মৃত্যু হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ৪৪১ জন। মহামারীর পুরো সময়ে কভিডে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ লাখ ৮৭ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। আর মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮২ লাখে।
গত ২৪ ঘণ্টায় ভারতের ২৯টি রাজ্যে কভিড আক্রান্তদের মধ্যে যাদের নমুনা থেকে ভাইরাসের জেনোম সিকোয়েন্স করা হয়েছে, তাদের মধ্যে ৯ হাজার ২৮৭ জনের ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই ১ হাজার ৮৬০ জনের এবং পশ্চিমবঙ্গে ১ হাজার ৬৭২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও প্রায় ৯ হাজার জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫ লাখের বেশি।
গত কয়েক দিনের মতো গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ৬ লাখ ৮৬৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৭ জনের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৬ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৮৬৭ জন সংক্রমিত হয়েছে। তার মধ্যে মারা গেছে ৮ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন।
দৈনিক সংক্রমণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে এক দিনে সংক্রমিত হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন। আর মারা গেছে ৩৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৩৮ জনের মৃত্যু ও ১ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ২৯৭ জন সংক্রমিত হয়েছে।
মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩১৭ জন। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছে ১ লাখ ৩২ হাজার ২৫৪ জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৫৫১ জন। তাদের মধ্যে মারা গেছে ৬ লাখ ২১ হাজার ৫৭৮ জন।
সংক্রমণের তালিকায় এরপরই রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে।