করোনা আক্রান্ত প্রধান বিচারপতি হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমদ গতকাল বৃহস্পতিবার দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘উনি (প্রধান বিচারপতি) এখানে ভর্তি আছেন। সুস্থ আছেন। ভালো আছেন।’
সুপ্রিম কোর্ট ও বিএসএমএমইউর একাধিক সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার বিএসএমএমইউতে ভর্তি হন প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে প্রধান বিচারপতিকে বিএসএমএমইউ হাসপাতালের একটি ভিআইপি কেবিনে ভর্তি করা হয়।
তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। দুপুরে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’ গত বছরের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমদ গতকাল বৃহস্পতিবার দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘উনি (প্রধান বিচারপতি) এখানে ভর্তি আছেন। সুস্থ আছেন। ভালো আছেন।’
সুপ্রিম কোর্ট ও বিএসএমএমইউর একাধিক সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার বিএসএমএমইউতে ভর্তি হন প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে প্রধান বিচারপতিকে বিএসএমএমইউ হাসপাতালের একটি ভিআইপি কেবিনে ভর্তি করা হয়।
তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। দুপুরে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’ গত বছরের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।