ঝিনাইদহে সেনাসদস্যকে ট্রাকচাপা
রূপান্তর ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
ঝিনাইদহে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় ট্রাকচাপায় তরিকুল ইসলাম (২৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত তরিকুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ বাজার থেকে ভাটই বাজারের দিকে যাচ্ছিলেন তরিকুল ইসলাম। পথে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে গতকাল শনিবার দুপুরে কুমিল্লায় সদর উপজেলার আমতলী এলাকায় গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর আগে সকাল ৮টার দিকে জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ ভ্যানচালক প্রাণ হারিয়েছেন। নরসিংদীর মনোহরদীতে যাত্রীবাহী পিকআপ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
কুমিল্লায় দুই মোটরসাইকেল আরোহী নিহত : কুমিল্লায় সদর উপজেলার আমতলী এলাকায় গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিয়ে কুমিল্লা আলেখারচর থেকে ক্যান্টনমেন্ট এলাকায় যাচ্ছিলেন। নিহতরা হলেন রুবেল হোসেন ও শাওন ত্বকি।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, শনিবার দুপুরে মহাসড়কের আমতলী এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১ : জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম মাসুদ রানা। এ ঘটনায় ওই পিকআপে থাকা এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুবাগান গ্রামের মৃত নাজিমউদ্দিনের ছেলে। আহত মাছ ব্যবসায়ী মনোরঞ্জন একই উপজেলার গোমস্তাপুর দৌলভপুর গ্রামের বিশ্বনাথ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত পিকআপ ভ্যানে করে মাছ ব্যবসায়ীকে নিয়ে বগুড়ার মোকামতলাতে মাছ বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন তারা। পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়।
মনোহরদীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত : নরসিংদীর মনোহরদীতে যাত্রীবাহী পিকআপ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম বিপুল মিয়া (২৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি বাজারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিপুল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর সম্মানিয়া গ্রামের তাইজ উদ্দীনের ছেলে। আর আহতরা হলেন- একই এলাকার ইমন (২৪) ও জুয়েল (২৩)।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে বিপুল মিয়া পথিমধ্যেই মারা গিয়েছিলেন। বিপুল মিয়ার মাথায় ডান পাশে, হাঁটুতে ও এলবো জয়েন্টে এ আঘাতের চিহ্ন ছিল। আর অপর আহত ইমন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গিয়েছেন।
মনোহরদী থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন শুনেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

ঝিনাইদহে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় ট্রাকচাপায় তরিকুল ইসলাম (২৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত তরিকুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ বাজার থেকে ভাটই বাজারের দিকে যাচ্ছিলেন তরিকুল ইসলাম। পথে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে গতকাল শনিবার দুপুরে কুমিল্লায় সদর উপজেলার আমতলী এলাকায় গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর আগে সকাল ৮টার দিকে জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ ভ্যানচালক প্রাণ হারিয়েছেন। নরসিংদীর মনোহরদীতে যাত্রীবাহী পিকআপ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
কুমিল্লায় দুই মোটরসাইকেল আরোহী নিহত : কুমিল্লায় সদর উপজেলার আমতলী এলাকায় গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিয়ে কুমিল্লা আলেখারচর থেকে ক্যান্টনমেন্ট এলাকায় যাচ্ছিলেন। নিহতরা হলেন রুবেল হোসেন ও শাওন ত্বকি।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, শনিবার দুপুরে মহাসড়কের আমতলী এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১ : জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম মাসুদ রানা। এ ঘটনায় ওই পিকআপে থাকা এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুবাগান গ্রামের মৃত নাজিমউদ্দিনের ছেলে। আহত মাছ ব্যবসায়ী মনোরঞ্জন একই উপজেলার গোমস্তাপুর দৌলভপুর গ্রামের বিশ্বনাথ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত পিকআপ ভ্যানে করে মাছ ব্যবসায়ীকে নিয়ে বগুড়ার মোকামতলাতে মাছ বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন তারা। পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়।
মনোহরদীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত : নরসিংদীর মনোহরদীতে যাত্রীবাহী পিকআপ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম বিপুল মিয়া (২৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি বাজারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিপুল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর সম্মানিয়া গ্রামের তাইজ উদ্দীনের ছেলে। আর আহতরা হলেন- একই এলাকার ইমন (২৪) ও জুয়েল (২৩)।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে বিপুল মিয়া পথিমধ্যেই মারা গিয়েছিলেন। বিপুল মিয়ার মাথায় ডান পাশে, হাঁটুতে ও এলবো জয়েন্টে এ আঘাতের চিহ্ন ছিল। আর অপর আহত ইমন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গিয়েছেন।
মনোহরদী থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন শুনেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।