সড়কে প্রাণ গেল ৯ জনের
রূপান্তর ডেস্ক | ১৪ মে, ২০২২ ০০:০০
সড়ক দুর্ঘটনায় গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। ঢাকা ও সিরাজগঞ্জে পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। এছাড়া মাদারীপুর, জয়পুরহাট ও চট্টগ্রামে নিহত হয়েছেন আরও তিনজন। এসব দুর্ঘটনায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত
রাজশাহীর গোদাগাড়ীতে দুটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আরও দুই যুবক গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের জাহিদ হোসেন (২০)। আহতরা হলেন রাজপাড়া চারখুটা মোড় এলাকার নূরুলের ছেলে বন্য (২৫) ও ভাটাপাড়া এলাকার রাফি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ীর বসন্তপুর নাইস ভাটা ও ড্রাগন ফলের বাগানের পাশে দুটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলই ট্রাকের নিচে ঢুকে যায়। তখন একটি মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরেই গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী মডেল থানা এবং গোদাগাড়ী ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপতালে পাঠানো হয়।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, মরদেহ দুটি আমাদের কাছে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকার চকবাজার আলীঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় মোরশেদ আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় জড়িত চালক শাহ আলমের গাড়ি জব্দ করে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সবজি ব্যবসায়ী মোরশেদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের বড় ভাই খোরশেদ আলম দেশ রূপান্তরকে জানান, তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। স্ত্রী তানিয়া ও একমাত্র মেয়েকে নিয়ে আলীঘাট এলাকায় থাকতেন।
এদিকে যাত্রাবাড়ীর শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ারুল আজিম অভি (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শনিরআখড়া পেট্রোল পাম্পের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি শনিরআখড়া পলাশপুরে পরিবার নিয়ে থাকতেন। একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন তিনি।
নিহতের বন্ধু রাশিদুর রহমান পাপ্পু জানান, অফিসিয়াল ট্যুরে রাতে অভির কক্সবাজার যাওয়ার কথা ছিল। বাসা থেকে বের হয়ে তিনি শনিরআখড়া পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে অভি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া দেশ রূপান্তরকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
গতকাল সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের শাহানগাছা ও মহিষামুড়া এলাকায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলাম (১৭) ও নওদা ফুলকোচা গ্রামের গোপালের ছেলে মদন (১৬)। এ ঘটনায় শাহাদত হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল করিম জানান, এদিন সকালে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে দুই ছাত্র নাঈম ও শাহাদত বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। তারা মহিষামুড়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর পৌঁছলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নাঈম ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া সকালে সিরাজগঞ্জ থেকে একটি পিকাপভ্যান কাজিপুরের দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত মদনের মৃত্যু হয়।
জয়পুরহাটের পাঁচবিবিতে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শরিফ রহমান সাগর (৩০) নামে এক পিকআপ ড্রাইভারের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ রহমান সাগর নীলফামারী জেলার সৈয়দপুরের নতুন বাবুপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে পিকআপ ভ্যানে শরিফ রহমান সাগর আম নিয়ে নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় হিলি থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শরিফ মারা যান। এ সময় স্বপন (৫৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, বাস ও পিকআপ থানায় জব্দ আছে।
চট্টগ্রামের সীতাকু-ে অজ্ঞাত গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তেলের পাম্পের সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছে ভ্যানরিকশার আরোহী এক শিশু। নিহত হাফসা আক্তার (৩) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকিরের মেয়ে। সে তার দাদা হালিম ফকিরের (৬০) সঙ্গে স্থানীয় এসকেন শেখের ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল। তখন ঢাকাগামী বিএমএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে হাফসা আক্তার মারা যায় এবং দাদা হালিম ফকির ও ভ্যানচালক এসকেন শেখ আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ টিএইচএম রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে জেলার শিবচরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশের ওসি গাজী শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে বাস দুটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফুল আলম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। যাত্রী নামানোর সময় অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মারাত্মকভাবে কেউ আহত হয়নি। যারা আহত ছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাস দুটি পুলিশি হেফাজতে আছে।’
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৪ মে, ২০২২ ০০:০০

সড়ক দুর্ঘটনায় গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। ঢাকা ও সিরাজগঞ্জে পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। এছাড়া মাদারীপুর, জয়পুরহাট ও চট্টগ্রামে নিহত হয়েছেন আরও তিনজন। এসব দুর্ঘটনায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত
রাজশাহীর গোদাগাড়ীতে দুটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আরও দুই যুবক গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের জাহিদ হোসেন (২০)। আহতরা হলেন রাজপাড়া চারখুটা মোড় এলাকার নূরুলের ছেলে বন্য (২৫) ও ভাটাপাড়া এলাকার রাফি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ীর বসন্তপুর নাইস ভাটা ও ড্রাগন ফলের বাগানের পাশে দুটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলই ট্রাকের নিচে ঢুকে যায়। তখন একটি মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরেই গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী মডেল থানা এবং গোদাগাড়ী ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপতালে পাঠানো হয়।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, মরদেহ দুটি আমাদের কাছে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকার চকবাজার আলীঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় মোরশেদ আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় জড়িত চালক শাহ আলমের গাড়ি জব্দ করে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সবজি ব্যবসায়ী মোরশেদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের বড় ভাই খোরশেদ আলম দেশ রূপান্তরকে জানান, তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। স্ত্রী তানিয়া ও একমাত্র মেয়েকে নিয়ে আলীঘাট এলাকায় থাকতেন।
এদিকে যাত্রাবাড়ীর শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ারুল আজিম অভি (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শনিরআখড়া পেট্রোল পাম্পের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি শনিরআখড়া পলাশপুরে পরিবার নিয়ে থাকতেন। একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন তিনি।
নিহতের বন্ধু রাশিদুর রহমান পাপ্পু জানান, অফিসিয়াল ট্যুরে রাতে অভির কক্সবাজার যাওয়ার কথা ছিল। বাসা থেকে বের হয়ে তিনি শনিরআখড়া পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে অভি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া দেশ রূপান্তরকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
গতকাল সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের শাহানগাছা ও মহিষামুড়া এলাকায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলাম (১৭) ও নওদা ফুলকোচা গ্রামের গোপালের ছেলে মদন (১৬)। এ ঘটনায় শাহাদত হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল করিম জানান, এদিন সকালে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে দুই ছাত্র নাঈম ও শাহাদত বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। তারা মহিষামুড়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর পৌঁছলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নাঈম ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া সকালে সিরাজগঞ্জ থেকে একটি পিকাপভ্যান কাজিপুরের দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত মদনের মৃত্যু হয়।
জয়পুরহাটের পাঁচবিবিতে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শরিফ রহমান সাগর (৩০) নামে এক পিকআপ ড্রাইভারের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ রহমান সাগর নীলফামারী জেলার সৈয়দপুরের নতুন বাবুপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে পিকআপ ভ্যানে শরিফ রহমান সাগর আম নিয়ে নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় হিলি থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শরিফ মারা যান। এ সময় স্বপন (৫৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, বাস ও পিকআপ থানায় জব্দ আছে।
চট্টগ্রামের সীতাকু-ে অজ্ঞাত গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তেলের পাম্পের সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছে ভ্যানরিকশার আরোহী এক শিশু। নিহত হাফসা আক্তার (৩) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকিরের মেয়ে। সে তার দাদা হালিম ফকিরের (৬০) সঙ্গে স্থানীয় এসকেন শেখের ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল। তখন ঢাকাগামী বিএমএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে হাফসা আক্তার মারা যায় এবং দাদা হালিম ফকির ও ভ্যানচালক এসকেন শেখ আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ টিএইচএম রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে জেলার শিবচরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশের ওসি গাজী শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে বাস দুটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফুল আলম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। যাত্রী নামানোর সময় অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মারাত্মকভাবে কেউ আহত হয়নি। যারা আহত ছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাস দুটি পুলিশি হেফাজতে আছে।’