বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৪ মে, ২০২২ ০০:০০
খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কার্যালয়ের পাশে খেলার সময় দেয়াল ধসে তামিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বেসরকারি আদদ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বেলা ১১টার দিকের ওই ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।
নিহত তামিম নগরী বয়রার করিমনগর এলাকার মিঠুর ছেলে। এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে তামিম, ইয়ামিন (১১) ও রাব্বি (৯) ওজোপাডিকো কার্যালয়ের পেছনের দেয়ালের পাশে খেলা করছিল। একপর্যায়ে জরাজীর্ণ দেয়ালটি তাদের ওপর ধসে পড়ে। এতে তামিম, ইয়ামিন ও রাব্বি আহত হয়।
আহত ইয়ামিনের বাবা মাসুদ রানা বলেন, ওজোপাডিকো কর্র্তৃপক্ষকে আমরা জরাজীর্ণ দেয়াল সংস্কারের জন্য বারবার জানিয়েছি। কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, দেয়ালটিতে সংস্কারকাজ হচ্ছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে প্রায় ১০০ ফুট দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৪ মে, ২০২২ ০০:০০

খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কার্যালয়ের পাশে খেলার সময় দেয়াল ধসে তামিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বেসরকারি আদদ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বেলা ১১টার দিকের ওই ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।
নিহত তামিম নগরী বয়রার করিমনগর এলাকার মিঠুর ছেলে। এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে তামিম, ইয়ামিন (১১) ও রাব্বি (৯) ওজোপাডিকো কার্যালয়ের পেছনের দেয়ালের পাশে খেলা করছিল। একপর্যায়ে জরাজীর্ণ দেয়ালটি তাদের ওপর ধসে পড়ে। এতে তামিম, ইয়ামিন ও রাব্বি আহত হয়।
আহত ইয়ামিনের বাবা মাসুদ রানা বলেন, ওজোপাডিকো কর্র্তৃপক্ষকে আমরা জরাজীর্ণ দেয়াল সংস্কারের জন্য বারবার জানিয়েছি। কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, দেয়ালটিতে সংস্কারকাজ হচ্ছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে প্রায় ১০০ ফুট দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।